Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ৮ ডিসেম্বর: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (২য় টেস্ট)

ক্রিকেট হাইলাইটস, ৮ ডিসেম্বর: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (২য় টেস্ট) 

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (২য় টেস্ট) – হাইলাইটস

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেডে শুরু হয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। ঐ ম্যাচে, প্রথম ইনিংসে আবারও জোড়া সেঞ্চুরির সুবাদে বিশাল এক রানের পাহাড় তৈরী করে অস্ট্রেলিয়া এবং ইনিংস ঘোষণা করে তারা। এরপর ১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১০০ ওভার খেলার আগে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পড়ে ২য় ইনিংসে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া, কিছুক্ষন ব্যাটিং করার পর ইনিংস ঘোষণা করেন তারা। কিন্তু ২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে আবার সব উইকেট হারিয়ে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে আবারও বিশাল রানের ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। অন্যদিকে ২ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এছাড়া দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব জিতে নেন ট্র্যাভিস হেড ও ম্যান অফ দ্যা সিরিজ নিজের করে নেয় মার্নাস ল্যাবুশেন। 

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জয় পেয়েছিলো ১৬৪ রানের বড় ব্যবধানে। দ্বিতীয় এবং শেষ টেস্টে অ্যাডিলেডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে প্রথম দিনই বড় রানের ইঙ্গিত দিয়েছিলো অস্ট্রেলিয়া। ৮৯ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করে অসিরা। ১২০ রানে অপরাজিত ছিলেন ল্যাবুশেন। তার সঙ্গে ১১৪ রানে অপরাজিত ছিলেন ট্রাভিস হেড। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে নিজের ইনিংসের সঙ্গে আরও ৪৩ রান যোগ করে আউট হন ল্যাবুশেন। 

এর আগে ২১ রান করে আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। ১২৯ বল খেলে ৬২ রান করে আউট হন উসমান খাজা। স্টিভেন স্মিথ অবশ্য রানের খাতাই খুলতে পারেননি। ৮ বল খেলে জেসন হোল্ডারের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান কোনো রান না করেই। এছাড়া ২১৯ বলে হেড খেলেছেন ১৭৫ রানের ইনিংস। সাথে মেরেছিলেন ২০টি চার। অ্যালেক্স কেরি করেছিলেন ৪১ রান। শেষে ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেনের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১১ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেণ অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও ডেভন থমাস। 

জবাবে ১ম ইনিংসে ২১৪ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হয়ে সব থেকে বেশি রান করেছেন তাজেনারিন চন্দরপল। ১০২ বলে করেছিলেন ৪৭ রান। এছাড়া অ্যান্ডারসন ফিলিপ করেছেন ৪৩ রান, রোস্টন চেজ করেছেন ৩৪ রান, এবং জোশুয়া দা সিলভা করেছেন ২৩ রান। ১ম ইনিংস শেষে ২৯৭ রানের লিডে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ। 

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নিয়েছেন নাথান লিয়ন এবং ২টি করে উইকেট নেন মাইকেল নেসার ও মিচেল স্টার্ক।

২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩১ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করার পর ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। লিড দেয় ৪৯৬ রানের। ঐ ইনিংসে তাদের হয়ে সবথেকে বেশি রান করেছেন উসমান খাজা, ৫০ বল খেলে ৭ চারের সাহায্যে করেছেন ৪৫ রান। এছাড়া ডেভিড ওয়ার্নার ২৮, মারনাস লাবুশেন ৩১, স্টিভেন স্মিথ ৩৫, ও ট্র্যাভিস হেড করেছেন ৩৮ রান। 

৪৯৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৭ রান করতেই সব উইকেট হারিয়ে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের হয়ে কেউই ১৭ রানের বেশি করতে পারে নেই। ফলে ৪১৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। 

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড। এছাড়া ১টি উইকেট নেন নাথান লিয়ন। 


অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ এর স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৫১১/৭ ডি (১৩৭.০)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২১৪/১০ (৬৯.৩)   

অস্ট্রেলিয়া (২য় ইনিংস) – ১৯৯/৬ ডি (৩১.০)

ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস) – ৭৭/১০ (৪০.৫)

ফলাফল – অস্ট্রেলিয়া ৪১৯ রানে জয়ী  

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ট্র্যাভিস হেড

প্লেয়ার অফ দ্য সিরিজ – মার্নাস ল্যাবুশেন 

ক্রিকেট হাইলাইটস, ৮ ডিসেম্বর: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (২য় টেস্ট)


অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একাদশ

অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, মাইকেল নেসার, ক্যামেরন গ্রিন, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), শামারহ ব্রুকস, তাজেনারিন চন্দরপল, ডেভন থমাস, জারমেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, জেসন হোল্ডার, অ্যান্ডারসন ফিলিপ, আলজারি জোসেফ, মার্কুইনো মাইন্ডলি

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...