Skip to main content

আইপিএল খেলবেননা ইংল্যান্ডের ক্রিকেটাররা?   

আইপিএল খেলবেননা ইংল্যান্ডের ক্রিকেটাররা?

ক্রিকেট বিশ্বে আইপিএলকে সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলা  হলেও নিয়ে বিতর্ক কম হয়না বললেই চলে। শুরু থেকেই সমান জনপ্রিয়তা নিয়ে টিকে আছে আইপিএল। গোটা ক্রিকেট বিশ্বের তারকা ক্রিকেটারদের মিলনমেলা এই আইপিএল।  কিন্তু আইপিএলের এবারের আসরে এক ঝাঁক বিদেশি তারকা ক্রিকেটারদের নাও পেরে পারে আইপিএল। তবে কি আইপিএল তার জনপ্রিয়তা হারাচ্ছে? বিদেশি ক্রিকেটাররা কেন খেলতে চাইছেন না এই ফ্র্যাঞ্চাইজি লিগে?

টাকা এবং গ্লামার বড় একটা ব্যাপার বলে  জাতীয় দলের থেকেও আইপিএল খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা বিশ্বের তারকা ক্রিকেটাররা। কিন্তু চলতি আসরে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার থাকবেন না। মহেন্দ্র সিং ধোনি  গোটা আইপিএলেই পাবেন না তার দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরকে। আইপিএলের মাঝে দেশে ফিরে যাবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। আইপিএলের জন্য তিনি নিজের দেশের ক্রিকেটের ক্ষতি করতে রাজি নন। 

ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারকে আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছিল ১৬ কোটি টাকার বিনিময়ে। কিন্তু আইপিএলের সূচি প্রকাশিত হওয়ার পর তিনি জানিয়ে দিলেন দল ফাইনালে উঠলেও তিনি আইপিএল খেলতে পারবেন না৷ সম্প্রতি স্টোকসের কাছে জানতে চাওয়া হয় আইপিএলে তার দল চেন্নাই ফাইনালে উঠলে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবেন কি না। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের সহজ উত্তরঅবশ্যই টেস্ট খেলব। স্টোকস বলেন, ” হ্যাঁ, আমি অবশ্যই দেশের জন্য খেলব। আমি নিশ্চিত করে বলতে পারি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে আমি থাকব। আর দেশে ফিরে আমি তার জন্য যথাযথ প্রস্তুতিও নিব। ” 

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অনেক সময়ই জাতীয় দলের অনেক ক্রিকেটার দেশের হয়ে খেলতে পারেন না। সম্প্রতি পিএসএলে খেলার জন্য ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটারকে বাংলাদেশ সফরে পাচ্ছে না ইংল্যান্ড। যদিও ঘটনায় উদ্বিগ্ন দেশের ক্রিকেট কর্তারা। নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামও। নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ( ইসিসি ) আলোচনাও করেছে। যে কারণে গোটা আইপিএলে স্টোকসকে পাচ্ছে না চেন্নাই। 

কিন্তু পিএসএলের মতো আইপিএলেও আছে ইংল্যান্ডের এক ঝাঁক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম জো রুট, মার্ড উড, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার, স্যাম কারেন, হ্যারি ব্রুকসরা আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলে থাকেন। যদি তারা আইপিএলে খেলেন তাহলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারবে না ইংল্যান্ড। আর এই ব্যাপারেই জানতে চাওয়া হয় স্টোকসের কাছে। পূর্ণ শক্তির দল নিয়ে তিনি আয়ারল্যান্ড সিরিজে নামতে পারবেন কি না এমন প্রশ্নের উত্তরে স্টোকস বলেন, ” বিষয়ে এখনো আমার সঙ্গে কারও কথা হয়নি। তবে আমি ওদের সবার সঙ্গে আলাদা করে কথা বলব। আমি ওদের কাছে অ্যাশেজের জন্য প্রস্তুতির কথা জানতে চাইব। ” 

এদিকে  আয়ারল্যান্ডের বিপক্ষে যদি ইংল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে তাহলে আইপিএলে শুধু স্টোকসই নন, একঝাঁক তারকা ক্রিকেটারকে পাওয়া যাবে না আইপিএলে। উল্লেখ্য, আইপিএলের ফাইনাল হবে আগামী ২৮ মে। আর আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট ম্যাচ শুরু হবে জুন থেকে।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...