Skip to main content

৪৩ বছর বয়সেও কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন  হাফিজ

৪৩ বছর বয়সেও কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন  হাফিজ

একটা সময় তিনি ছিলেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার৷ কিন্ত হাফিজের ক্রিকেট ক্যারিয়ারে   সেই সময়টা এখন সোনালী অতীত। হাফিজ পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নেন ২০২২ সালে। কিন্তু এখনো ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে কিছুটা বিস্ময় জাগানিয়া ব্যাপার হলো, ৪৩ বছর বয়সেও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে হাফিজের সুযোগ পাওয়া।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শুরু হয়েছে ১৩ ফেব্রুয়ারি থেকে। যেখানে নিজেদের দ্বিতীয় শিরোপার খোজে আছে কোয়েটা গ্লাডিয়েটর্স। এবার সেই লড়াইয়ে সৈনিক হিসেবে যোগ দিলেন হাফিজ। তবে পিএসএলের এবারের আসরের শুরুর নিলাম থেকে হাফিজকে নেয়নি কোনো দল। যে কারণে এবারের আসরে তার খেলার সম্ভাবনাই ছিল না। কিন্তু শেষ মুহুর্তে সবাইকে চমকে দিয়ে, হাফিজকে দলে নেয় কোয়েটা গ্লাডিয়েটর্স

হাফিজের কপাল খোলার একটি কারণও অবশ্য আছে। এবারের আসরে মাঠে নামার আগেই চোটে পড়েন আহসান আলি। গোটা টুর্নামেন্টেই এই অলরাউন্ডারকে পাচ্ছে না কোয়েটা। ফলে তার বিকল্পের খোজেই হাফিজকে দলে ভেড়ায় দলটি। আহসানের অভাব পূরণে, হাফিজের উপরই পূর্নাঙ্গ  আস্থা রেখেছে একবারের পিএসএল চ্যাম্পিয়নরা। হাফিজও হয়তো চাইবেন, শেষটা সুন্দরভাবে রাঙিয়ে যেতে।

অবশ্য পিএসএলে হাফিজের অতীত পরিসংখ্যানও তার পক্ষে কথা বলছে। গত আসরের দিকে তাকালেই বোঝা যায়, এখনো সেরা পারফর্মারদের একজন তারকা এই অলরাউন্ডার। লাহোর কালান্দার্সকে শিরোপা জেতানোর পথে, বড় ভূমিকা রাখেন হাফিজ। ব্যাট হাতে ৩২৩ রান করার পাশাপাশি, ৬টি উইকেটও শিকার করেন তিনি। এছাড়া ফাইনাল ম্যাচেও দলকে জিতিয়ে ম্যাচসেরা হন তিনি।

এবার অবশ্য নতুন দল, নতুন অধিনায়কের নেতৃত্বে খেলা। সেক্ষেত্রে হাফিজ কেমন করবেন, সেটাও দেখার বিষয়। অবশ্য  হাফিজের অভিজ্ঞতা এবং ফিটনেস বলছে, এবারের আসরেও বাজিমাত করতে পারেন তিনি। সেক্ষেত্রে হাফিজ হতে পারেন, কোয়েটার জন্য ভরসার  এক নামও। উল্লেখ্য দলটির মধ্যে হাফিজই সবচেয়ে বয়স্ক ক্রিকেটার।অবশ্য বয়সকে একটা সংখ্যা বানিয়ে এখনো দারুনভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন অনেক তারকা ক্রিকেটার। হাফিজ কেমন করবে সেই উত্তর সময়ের হাতেই তোলা থাক।

আরো আজকের ট্রেন্ডিং

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...