Skip to main content

বিপিএলে উঠতি পেসারদের নিয়ে চিন্তিত অ্যামব্রোস

বিপিএলে উঠতি পেসারদের নিয়ে চিন্তিত অ্যামব্রোস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে, সবচেয়ে চমক জাগানিয়া ব্যাপার হচ্ছে পেসারদের গতি। ঘন্টায় প্রায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করছেন অনেকে। যেখানে স্লোয়ার ডেলিভারিতেও তাদের গতি থাকছে, ঘন্টায় ১৪০ থেকে ১৪২ কিলোমিটার। কিন্তু সেসব ছাপিয়েও যেন এখনো সেরার কাতারে মাশরাফি বিন মুর্তজার মত অভিজ্ঞ ক্রিকেটাররা । তবে উঠতি পেসারদের পারফরম্যান্স তেমন তৃপ্তি দিচ্ছেনা ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসকে।

এবারের বিপিএলে এখন পর্যন্ত উইকেট সংগ্রহের তালিকায় উপরের দিকে আছে মাশরাফির নাম। অথচ সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক জাতীয় দলে খেলেন না অনেক বছর। বয়টাও প্রায় তিন যুগের বেশি। তারমধ্যে চোট সমস্যা তো চিরকালীন। সেই মাশরাফিকে টপকে যেতেই যেন হিমশিম খেতে হচ্ছে বিপিএলের তরুণ পেসারদের। তরুণদের এমন পারফরম্যান্সে ভবিষ্যৎ ভালো দেখছেন না অনেকেই।

টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে এসেছেন অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার কাছ থেকেই দেখছেন বাংলাদেশি পেসারদের। স্বাভাবিকভাবে কাকে চোখে পড়ছে তার, এমন আগ্রহও জন্মেছে সবার মাঝে। টুর্নামেন্টের মাঝপথে নিজের অভিমতও জানালেন অ্যামব্রোস। তার মতে, তাসকিন আহমেদ ছাড়া আরো কয়েকজন পেসারকে চোখে পড়েছে তার। তবে এখনই কিছু বলতে নারাজ তিনি।

অবশ্য এত চিন্তার মাঝেও স্বস্তি মেলে, সেরা দশ বোলারের তালিকায় আছেন পাঁচজন বাংলাদেশি। কিন্তু অ্যামব্রোসের চিন্তার কারণ, এত এত তরুণের ভিড়ে মাশরাফির মত পুরানো খেলোয়াড়দের  সেরা হওয়া। এ প্রসঙ্গে অ্যামব্রোস বলেন, ” এখানে কয়েকজনকে দেখছি ভালো গতি আছে। তবে সবাইকে ছাপিয়ে এখনো মাশরাফির রাজত্ব, একটি বার্তা তো অবশ্যই দেয়। তাসকিন ভালো মানের পেসার। আপাতত কিছু বলা যাচ্ছে না। “

এদিকে বিপিএলে গতি নিয়ে যে আলোচনা, তাতেও আছে সন্দেহ আর সংশয়। স্পিডমিটার নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও জানালেন, স্পিডমিটারে ভুল থাকতে পারে। তবে গতির বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। সম্প্রতি বিপিএলের ইতিহাসে ১০০ উইকেট শিকারের মাইলফলকও স্পর্শ করেছেন রুবেল। যা তার আগে করতে পেয়েছেন শুধু সাকিব আল হাসান।

আরো আজকের ট্রেন্ডিং

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...