Skip to main content

টিকটক করায় সমস্যা দেখেননা সাব্বির, ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের ওপর

টিকটক করায় সমস্যা দেখেননা সাব্বির, ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের ওপর

চলতি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সাব্বির রহমান রুম্মন। ভালো পারফরম্যান্স না করতে পেরে দল থেকে ছিটকে গিয়েছেন। এদিকে তার টিকটক করা নিয়েও সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তাকে। এবার টিকটক করা নিয়ে মুখ খুললেন জাতীয় দলের এই ক্রিকেটার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন  ফেসবুক লাইভে এসে সাব্বির কথা বলেন টিকটক করা নিয়ে। সাব্বির বলেন, “বেশ কিছুদিন ধরেই আমাকে নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চিন্তিত। আসলে আমার জীবন নিয়ে তো চিন্তা করার কিছু নেই। কারণ দিনশেষে আমি প্রফেশনাল প্লেয়ার। আর টিকটক করেছি মজা হিসেবে। এর বেশি কিছু না।”

দীর্ঘদিন দলে ফেরার পর ৪ ম্যাচে সাব্বিরের রান ৩১। এই সময়ে তার টিকটকের সংখ্যা তার রানের থেকেও বেশি। এমনকি এশিয়া কাপের ভরাডুবির পর স্ত্রীকে নিয়ে তাকে দুবাইতেও টিকটক করতে দেখা গেছে। নেটিজেনরা এটা নিয়ে হাস্যরসেও মেতেছেন। তবে টিকটক করা নিয়ে এত আলোচনার কিছু নেই বলেও মনে করেন সাব্বির। সাংবাদিকদের এটা নিয়ে  নিউজ করা থেকে বিরত থাকার  পরামর্শ দিয়েছেন এই ক্রিকেটার। 

সাব্বির  বলেন, ” দিনশেষে কিন্তু আমার পরিবার আছে, সবারই আছে। এমন সংবাদে অনেক পরিবারই কষ্ট পায়। আমার আব্বু-আম্মু আছে, বউ আছে, বন্ধুবান্ধব আছে। টিকটক নিয়ে এত আলোচনার তো কিছু নেই। তো আশা করব, আপনারা এসব নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকবেন।”

বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে অখুশি নন বলেও জানান সাব্বির ” বিশ্বকাপ থেকে বাদ পড়েছি, এখানে আমার ইমোশন নেই। ঢাকা প্রিমিয়ার লিগ আর ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলার কারণে আমাকে দলে নিয়েছিল। ৪ ম্যাচে খারাপ করেছি। সেই কারণে বাদ পড়েছি। এটা নিয়ে আমি অখুশি না।”

সবশেষ এশিয়া কাপ দিয়ে প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফিরে ছিলেন সাব্বির৷ সেখানে নিজেকে প্রমান করতে পারেননি। এরপর ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ হলে তাকে বাদ দিয়ে বিশ্বকাপের দলে নেয়া হয় সৌম্যকে। ব্যাট হাতে ফর্মে না থাকলেও একের পর এক টিকিটক ভিডিও বানিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি।  অনেকেই তাকে পার্ট টাইম ক্রিকেটার আর ফুল টাইম টিকটকার বলেও কটাক্ষ করেন।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪-এর রাইজিং স্টারস: ক্রিকেটের ভবিষ্যত গঠনকারী উদীয়মান খেলোয়াড়দের আবিষ্কার করুন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদাই তরুণ ক্রিকেটারদের জন্য তাদের প্রতিভা প্রদর্শন এবং বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করার একটি প্ল্যাটফর্ম। ২০২৪ মরসুম আলাদা নয়, উদীয়মান খেলোয়াড়দের একটি নতুন...

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...