BJ Sports – Cricket Prediction, Live Score

টিকটক করায় সমস্যা দেখেননা সাব্বির, ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের ওপর

টিকটক করায় সমস্যা দেখেননা সাব্বির, ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের ওপর

চলতি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সাব্বির রহমান রুম্মন। ভালো পারফরম্যান্স না করতে পেরে দল থেকে ছিটকে গিয়েছেন। এদিকে তার টিকটক করা নিয়েও সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তাকে। এবার টিকটক করা নিয়ে মুখ খুললেন জাতীয় দলের এই ক্রিকেটার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন  ফেসবুক লাইভে এসে সাব্বির কথা বলেন টিকটক করা নিয়ে। সাব্বির বলেন, “বেশ কিছুদিন ধরেই আমাকে নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চিন্তিত। আসলে আমার জীবন নিয়ে তো চিন্তা করার কিছু নেই। কারণ দিনশেষে আমি প্রফেশনাল প্লেয়ার। আর টিকটক করেছি মজা হিসেবে। এর বেশি কিছু না।”

দীর্ঘদিন দলে ফেরার পর ৪ ম্যাচে সাব্বিরের রান ৩১। এই সময়ে তার টিকটকের সংখ্যা তার রানের থেকেও বেশি। এমনকি এশিয়া কাপের ভরাডুবির পর স্ত্রীকে নিয়ে তাকে দুবাইতেও টিকটক করতে দেখা গেছে। নেটিজেনরা এটা নিয়ে হাস্যরসেও মেতেছেন। তবে টিকটক করা নিয়ে এত আলোচনার কিছু নেই বলেও মনে করেন সাব্বির। সাংবাদিকদের এটা নিয়ে  নিউজ করা থেকে বিরত থাকার  পরামর্শ দিয়েছেন এই ক্রিকেটার। 

সাব্বির  বলেন, ” দিনশেষে কিন্তু আমার পরিবার আছে, সবারই আছে। এমন সংবাদে অনেক পরিবারই কষ্ট পায়। আমার আব্বু-আম্মু আছে, বউ আছে, বন্ধুবান্ধব আছে। টিকটক নিয়ে এত আলোচনার তো কিছু নেই। তো আশা করব, আপনারা এসব নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকবেন।”

বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে অখুশি নন বলেও জানান সাব্বির ” বিশ্বকাপ থেকে বাদ পড়েছি, এখানে আমার ইমোশন নেই। ঢাকা প্রিমিয়ার লিগ আর ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলার কারণে আমাকে দলে নিয়েছিল। ৪ ম্যাচে খারাপ করেছি। সেই কারণে বাদ পড়েছি। এটা নিয়ে আমি অখুশি না।”

সবশেষ এশিয়া কাপ দিয়ে প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফিরে ছিলেন সাব্বির৷ সেখানে নিজেকে প্রমান করতে পারেননি। এরপর ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ হলে তাকে বাদ দিয়ে বিশ্বকাপের দলে নেয়া হয় সৌম্যকে। ব্যাট হাতে ফর্মে না থাকলেও একের পর এক টিকিটক ভিডিও বানিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি।  অনেকেই তাকে পার্ট টাইম ক্রিকেটার আর ফুল টাইম টিকটকার বলেও কটাক্ষ করেন।

Exit mobile version