Skip to main content

ভারতের বিশ্বকাপ দল নিয়ে সন্তুষ্ট দ্রাবিড়

Dravid is satisfied with India's World Cup team

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাচ্ছে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে ভারতীয় দল খেলতে যাবে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে। বেশ কিছুদিন আগে বিশ্বকাপের জন্য দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) 

এরপরেই চারদিকে আলোচনা এই টিম কি ভারতকে শিরোপা এনে দিতে পারবে? দেরীতে হলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানালেন বিশ্বকাপ দল মনে ধরেছে তার।সেই সাথে দলের সদস্যদের নিয়ে নিজের আশার কথাও জানালেন দ্রাবিড়।

সংযুক্ত আরব আমিরাতে টিটোয়েন্টি বিশ্বকাপের গেল আসরে ফেভারিটের তালিকায় থেকেও চরম ভরাডুবির পরিচয় দিয়েছিলো বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এরপরই বদল আসে দলের কোচিং এবং অধিনায়কত্বে। রবি শাস্ত্রীর জায়গায় দ্রাবিড়। কোহলির বদলে ভারতের নেতৃত্বভার ওঠে রোহিত শর্মার কাঁধে।

অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন চ্যালেঞ্জ হলেও এবারের বিশ্বকাপে মিশনে সতর্ক পরিকল্পনায় এগোচ্ছেন দ্রাবিড়। তিনি বলেন, ” ‘আমি সব বিষয় ভেঙে বলবো না। তবে আমি মনে করি, বিষয়ে আমরা সবসময়ই পরিষ্কার ছিলাম। সবচেয়ে বড় বিষয় হলো, বিশ্বকাপে আমরা নিজেদের চাহিদা অনুযায়ী সবকিছুই নিয়ে যেতে পারছি।

বিশ্বকাপে নিজের দল নিয়ে সন্তুষ্ট দ্রাবিড় আরো বলেন, ‘আমরা কোন ধরনের সমন্বয় চাই, তা নিয়ে খুব পরিষ্কার ছিলাম। কোন একাদশ খেলাতে চাই, সেটা নিয়েও স্পষ্ট ধারণা ছিল। এছাড়া কোন দক্ষতার খেলোয়াড় চাই, সেটাও আমাদের জানা ছিল। আমরা বিশ্বকাপে কেমন স্কোয়াড নিয়ে যাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ।

অবশ্য ভারতীয় দলে রয়েছে দুশ্চিন্তার খবরও। চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দলের গুরুত্বপূর্ণ পেসার জসপ্রিত বুমরাহকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে সেসব না ভেবে দ্রাবিড় জানালেন, ‘চোট বা অন্যান্য সমস্যায় সবকিছু নিখুঁত হবে না। সবাই ফিট থাকলে দলের যে দক্ষতা, তা থেকে বলতে পারি দল নিয়ে আমরা স্বস্তিতে আছি।

এবারের এশিয়া কাপ ফেভারিট হিসেবে শুরু করেছিলো ভারত।কিন্ত শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই সুপার ফোর পর্ব থেকে বিদায় নিতে হয় রোহিত শর্মার দলকে। ভারতকে ভুগিয়েছে ডেথ ওভারের বোলিং। দেখা যাক ভুল শুধরে কতোটা সফল হয় রোহিতকোহলিরা।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল প্রভাব: ভারতীয় ক্রিকেটে প্রভাব, খেলায় বিপ্লব ঘটানো এবং ভবিষ্যত চ্যাম্পিয়নদের প্রস্তুত করা!

আইপিএল প্রভাব: ভারতীয় ক্রিকেটে প্রভাব, খেলায় বিপ্লব ঘটানো এবং ভবিষ্যত চ্যাম্পিয়নদের প্রস্তুত করা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি স্মারক মাইলফলক হিসাবে দাঁড়িয়েছে, খেলাটিকে নতুন আকার দিয়েছে এবং...

আইপিএলের বিতর্কিত মুহূর্ত: ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির উন্মোচন!

আইপিএলের বিতর্কিত মুহূর্ত: ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির উন্মোচন! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র একটি ক্রিকেটের অত্যাশ্চর্য নয় বরং এমন একটি মঞ্চও যেখানে বিতর্ক প্রায়ই উন্মোচিত হয়, ভক্তদের এবং মিডিয়ার দৃষ্টি...

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের বিবর্তন: ২০ ওভারে গেমটিকে পুনরায় সংজ্ঞায়িত করা

ক্রিকেটের গতিশীল বিশ্বে, টি-টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ক্রিকেট একটি উত্তেজনাপূর্ণ ফর্ম্যাট হিসাবে আবির্ভূত হয়েছে যা মাত্র ২০ ওভারে খেলাটিকে পুনরায় সংজ্ঞায়িত করে। ২০০৫ সালে এর সূচনা হওয়ার পর থেকে, টি-টোয়েন্টি আন্তর্জাতিকগুলি...

আইপিএল তারকাদের অসাধারণ যাত্রা এবং আন্ডারডগ থেকে ক্রিকেট আইকন!

আইপিএল তারকাদের অসাধারণ যাত্রা এবং আন্ডারডগ থেকে ক্রিকেট আইকন!  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট প্রতিভার জন্য একটি প্রজনন ক্ষেত্র হয়েছে, অনেক খেলোয়াড়কে আপেক্ষিক অস্পষ্টতা থেকে খেলার শীর্ষে নিয়ে যায়। বছরের...