ভারত বনাম অস্ট্রেলিয়া (৩য় টি২০) – হাইলাইটস
গতকাল তিন ম্যাচের টি২০ সিরিজের ৩য় ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ক্যামেরন গ্রিন ও টিম ডেভিডের ঝড়ো ব্যাটিং-এ ভাল বড়ই একটি লক্ষ্য দাড় করায় অস্ট্রেলিয়া। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিং-এর কারনে খুব সহজে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়াকে। সেই সাথে সিরিজ নিজেদের করে নেয় ভারত। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার খেতাব পেয়েছেন সূর্যকুমার যাদব ও দুর্দান্ত বোলিং করে সিরিজ সেরার খেতাব নিজের করে নেয় অক্ষর প্যাটেল।
প্রথম দুই ম্যাচের একটিতে ভারত, অন্যটিতে জিতেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারনী ম্যাচ হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। এই ম্যাচে যে জিতবে সিরিজ তার। এমন সমীকরণের ম্যাচে খেলতে নেমেছিল ভারত এবং অস্ট্রেলিয়া।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার জন্য অস্ট্রেলিয়াকেই আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই বোলাররা দ্রুত তিন উইকেট তুলে নেন। অ্যারোন ফিঞ্চ, স্টিভেন স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলকে হারায় তারা। ফিঞ্চ ৭, স্মিথ ৯ এবং ম্যাক্সওয়েল করেন ৬ রান।
তবে এর মধ্যেই ঝড়ো গতিতে ব্যাট করে রান তোলেন এবং সাজঘরে ফিরে যান ওপেনার ক্যামেরন গ্রিন। মাত্র ২১ বল খেলে ৫২ রান করেন তিনি। ২৪৭.৬১ স্ট্রাইক রেটে ৭টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি।
২২ বলে ২৪ রান করেন জশ ইংলিশ সাথে মেরেছিলেন ৩টি চার। ২৭ বলে ৫৪ রান করেন টিম ডেভিড। তার ৫৪ রানের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়। শেষ দিকে ১ চার ও ২ ছয়ের সাহায্যে ২০ বলে ২৮ রান করেন ড্যানিয়েল শামস। এছাড়া ম্যাথু ওয়েড করেন ৩ বলে ১ রান ও প্যাট কামিন্স মারেন গোল্ডেন ডাক। শেষ পর্যন্ত ৫ রান এক্সট্রা সহ ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
ভারতের পক্ষে অক্ষর প্যাটেল নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল এবং হার্শাল প্যাটেল।
লক্ষ্য ছিল ১৮৭ রানের, কিন্তু জবাবে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভাল ছিল না ভারতের। ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে করেছিল ৩০ রান। লোকেশ রাহুল ১ এবং রোহিত শর্মা আউট হয়েছেন ২ চার ও ১ ছয়ের সাহায্যে ১৪ বলে ১৭ রান করে। এরপর জুটি বাধেন কোহলি এবং সুর্যকুমার যাদব। ১০৪ রানের অনবদ্য এক জুটি গড়ে তোলেন তারা। ৩৬ বলে ৬৯ রান করে আউট হন যাদব। ৫টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি।
এশিয়া কাপেই ফর্মে ফিরেছিলেন বিরাট কোহলি। হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি করে ফর্মে ফেরা উদযাপন করেছিলেন তিনি। সে ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও। অসিদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও শেষ ম্যাচে এসে ঠিকই জ্বলে উঠলো তার ব্যাট। বিরাট কোহলি করেন ৪৮ বলে ৬৩ রান। তার ইনিংস সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ৪টি ছক্কায়।
মূলত টপ অর্ডারের এই দুই ব্যাটারের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ১৮৬ রানের চ্যালেঞ্জ খুব সহজেই পার হয়ে গেছে ভারত। শেষ মুহূর্তে ১৬ বলে ২৫ রান করেন হার্দিক পান্ডিয়া। ১৯ দশমিক ৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারত বনাম অস্ট্রেলিয়া এর স্কোরবোর্ড
ভারত – ১৮৭/৪ (১৯.৫)
অস্ট্রেলিয়া – ১৮৬/৭ (২০.০)
ফলাফল – ভারত ৬ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – সূর্যকুমার যাদব
প্লেয়ার অফ দ্য সিরিজ– অক্ষর প্যাটেল
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ
ভারত | রোহিত শর্মা (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, হার্ষাল প্যাটেল, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল |
অস্ট্রেলিয়া | অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, জশ ইঙ্গলিস, ড্যানিয়েল সামস, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড |