Skip to main content

ভারত – পাকিস্তান ম্যাচে কে এগিয়ে? কি বললেন সৌরভ গাঙ্গুলী?

What did Sourav Ganguly say - ft

What did Sourav Ganguly say

দীর্ঘ নয় মাস পর আবারো ভারত-পাকিস্তানের লড়াই দেখবে ক্রিকেট দুনিয়া। বাইশ গজের লড়াইয়ে নামার আগেই চলছে নানান হিসাব নিকাশ। দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তা, বাকযুদ্ধে পিছিয়ে নেই কেউই। কে জিতবে এই ম্যাচ? অনেকে করছেন ভবিষৎবাণীও। তবে এই ম্যাচে কোনো দলকেই এগিয়ে রাখছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ম্যাচের আগে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচও আর দশটা ম্যাচের মত। তবে এটা ঠিক, আলাদা চাপ থাকে। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেই চাপ সামলাতে জানে। কেউ এগিয়ে বা পিছিয়ে নেই। টি-টোয়েন্টিতে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। যা খুশি হতে পারে “। 

শাহিন শাহ আফ্রিদি না থাকাটা ভারতের জন্য সুবিধার কি না? এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ” আমাদেরও তো বুমরাহ নেই। একজন ক্রিকেটারের না থাকাটা বড় পার্থক্য গড়ে দেয়, এটা আমি মনে করি না। রোহিত, কোহলি, রবীন্দ্র জাদেজা ভারতের ‘এক্স ফ্যাক্টর’ হতে যাচ্ছে।’ 

এদিন কোহলির ফর্ম নিয়েও কথা বলেন সৌরভ ” কোহলির ব্যাটে রান না থাকলেও সে বড় ক্রিকেটার। অনেক দিন ধরে খেলছে। রান করার জন্য ওর নিজস্ব ফর্মুলা আছে। সেটা ঠিক ফিরে পাবে। ও রান পাবে না, এমনটা হয় না।’

এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন ভারত। ২ বার পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। 

সেই হার নিয়ে বিসিসিআই সভাপতি সাক্ষাৎকারে বলেন, ‘১৯৯২ বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিপক্ষে খেলে প্রতিবার আমরা জিতেছি। ৩০ বছরে মাত্র একটি হার। এরকম দুয়েকটি হার থাকতেই পারে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই।’

ভারত- পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীরা। দুই দলেই তারকা ক্রিকেটার থাকায়, মাঠের ২২ গজে উত্তেজনা হবে বলে মনে করেন কলকাতার মহারাজা। উল্লেখ্য দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সময় রাত ৮ টায় অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ।

আরো আজকের ট্রেন্ডিং

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...