BJ Sports – Cricket Prediction, Live Score

ভারত – পাকিস্তান ম্যাচে কে এগিয়ে? কি বললেন সৌরভ গাঙ্গুলী?

What did Sourav Ganguly say - ft

What did Sourav Ganguly say

দীর্ঘ নয় মাস পর আবারো ভারত-পাকিস্তানের লড়াই দেখবে ক্রিকেট দুনিয়া। বাইশ গজের লড়াইয়ে নামার আগেই চলছে নানান হিসাব নিকাশ। দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তা, বাকযুদ্ধে পিছিয়ে নেই কেউই। কে জিতবে এই ম্যাচ? অনেকে করছেন ভবিষৎবাণীও। তবে এই ম্যাচে কোনো দলকেই এগিয়ে রাখছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ম্যাচের আগে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচও আর দশটা ম্যাচের মত। তবে এটা ঠিক, আলাদা চাপ থাকে। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেই চাপ সামলাতে জানে। কেউ এগিয়ে বা পিছিয়ে নেই। টি-টোয়েন্টিতে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। যা খুশি হতে পারে “। 

শাহিন শাহ আফ্রিদি না থাকাটা ভারতের জন্য সুবিধার কি না? এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ” আমাদেরও তো বুমরাহ নেই। একজন ক্রিকেটারের না থাকাটা বড় পার্থক্য গড়ে দেয়, এটা আমি মনে করি না। রোহিত, কোহলি, রবীন্দ্র জাদেজা ভারতের ‘এক্স ফ্যাক্টর’ হতে যাচ্ছে।’ 

এদিন কোহলির ফর্ম নিয়েও কথা বলেন সৌরভ ” কোহলির ব্যাটে রান না থাকলেও সে বড় ক্রিকেটার। অনেক দিন ধরে খেলছে। রান করার জন্য ওর নিজস্ব ফর্মুলা আছে। সেটা ঠিক ফিরে পাবে। ও রান পাবে না, এমনটা হয় না।’

এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন ভারত। ২ বার পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। 

সেই হার নিয়ে বিসিসিআই সভাপতি সাক্ষাৎকারে বলেন, ‘১৯৯২ বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিপক্ষে খেলে প্রতিবার আমরা জিতেছি। ৩০ বছরে মাত্র একটি হার। এরকম দুয়েকটি হার থাকতেই পারে। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই।’

ভারত- পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীরা। দুই দলেই তারকা ক্রিকেটার থাকায়, মাঠের ২২ গজে উত্তেজনা হবে বলে মনে করেন কলকাতার মহারাজা। উল্লেখ্য দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সময় রাত ৮ টায় অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ।

Exit mobile version