BJ Sports – Cricket Prediction, Live Score

শাহিন আফ্রিদির দুর্ধর্ষ পারফরম্যান্সে আপ্লুত সতীর্থ হারিস রওফ

শাহিন আফ্রিদির দুর্ধর্ষ পারফরম্যান্সে আপ্লুত সতীর্থ হারিস রওফ

#image_title

Shaheen Afridi. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)

প্রথম দিকের ম্যাচ গুলোতে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে না পারলেও বাংলাদেশের বিরুদ্ধেই জ্বলে উঠলেন শাহিন আফ্রিদি। ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ব্যাটিং লাইনআপকে কার্যত এতাই শেষ করে দিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। এজিন ইডেনের  বাইশগজে যেমন একাধিক রেকর্ড গড়লেন তিনি, তেমনই নিজের বোলিং পারফরম্যান্স িয়ে সকলকে আপ্লুতও করেছেন শাহিন আফ্রিদি। তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ শাহিন আফ্রিদিরই সতীর্থ হারিস রওফ। শাহিনের এমন পারফরম্যান্স দেখার পর তাঁকে ক্লাসিক বোলার বলতেও দ্বিধা করেননি এই তারকা ক্রিকেটার।

সেমিফাইনালের খানিকটা আশা জিইয়ে রাখতে হলেও পাকিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে। সেই ম্যাচেই বল হাতে নিজের সেরা পারফরম্যান্স দেখালেন শাহিন আফ্রিদি। বাংলাদেশের  টপ অর্ডারকে একাই এদিন ধসিয়ে দিয়েছিলেন তিনি। সেরা তিন ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়ে পাকিস্তানের জয়ের রাস্তাটা যে শাহিন আফ্রিদি প্রশস্ত করে দিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই এদিন গদ্রুততম পেসার হিসাহবে ওডিআই ফর্ম্যাটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি।

৯ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদির এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন তাঁরই সতীর্থ হারিস রওফ। চাপের মুহূর্তে এবং নতুন বলে যেমন পারফরম্যান্স শাহিন আফ্রিদি দেখিয়েছেন, হারিস রওফের মতে তা সেরা পারফরম্যান্স। এদিন বাংলাদেশের তিন তারকা ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন শাহিন আফ্রিদি। ৯ ওভারে মাত্র ২৩ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেখানেই শাহিন আফ্রিদির শিকার এদিন তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং গত ম্যাচে সেঞ্চুরী করা মাহমুদুসল্লাহ। এই পারফরম্যান্স য়ে পাক শিবিরকে নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলাই বাহুল্য।

🚨 RECORD ALERT 🚨@iShaheenAfridi becomes the fastest pacer to 1️⃣0️⃣0️⃣ ODI wickets in his 51st game! 🦅#PAKvBAN #CWC23

Exit mobile version