BJ Sports – Cricket Prediction, Live Score

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে পারেন সুরেশ রায়না, নিলামে নাম নথিভুক্ত প্রাক্তন ভারতীয় তারকার

 লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে পারেন সুরেশ রায়না, নিলামে নাম নথিভুক্ত প্রাক্তন ভারতীয় তারকার

#image_title

Suresh Raina. ( Image Source: Twitter )

আবারও কী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে চলেছেন সুরেশ রায়না। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগেই ফের বাইশগজে দেখা যেতে চলেছে ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। আগামী ১৪ জুন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম আয়োজিত হতে চলেছে। সেখানেই নিজের নাম নথিভুক্ত করেছেন ভারতীয় দলের এই প্রা্ক্তন ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে কেনে কিনা সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। আইপিএলের মতোই হতে চলেছে এবার লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম।

আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে চলেছে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানেই খেলতে দেখা যেতে পারে ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে। ২০২২ সালের সেপ্টেম্বরে সব ফর্ম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন সুরেশ রায়না। দেশের কোনও প্রতিযোগিতায় তাঁকতে দেখা না গেলেও দেসের বািরের প্রতিযোগিতায় অবশ্য অংশগ্রহন করতে দেখা গিয়েছে ৩৬ বর্ষীয় এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে। ২০২২ সালেই আবুধাবী টি টেন লিগে খেলতে দেখা গিয়েছিল সুরেশ রায়নাকে।

২০২২ সালে সব ফর্ম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না

যদিও সেখানে পুরনো ছন্দে দেখা যায়নি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। আবুধাবী টি টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে নেমেছিলেন সুরেশ রায়না। তবে এই তারকা ক্রিকেটারের ব্যাট থেকে রানের ঝড় দেখা যায়নি। সেখানে মাত্র ৩৬ রানই করতে পেরেছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। ২০২৩ সালের আইপিএলে  অবশ্য আইপিএলের মঞ্চে ছিলেন সুরেশ রায়না। তবে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গিয়েছিল এই প্রাক্তন ক্রিকেটারকে। এবারের আইপিএলের কমেন্ট্রি বক্সে অন্যতম উজ্জ্বল নাম ছিলেন সুরেশ রায়না। সেই সুরেশ রায়নাকেই ফের একবার ক্রিকেটের বাইশগজে দেখা যেতে চলেছে।

লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর ন্যূনতম দাম রাখা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। আইপিএলের মঞ্চে বরাবরই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা গিয়েছে সুরেশ রায়নাকে।  ধোনির নেতৃত্বে সবসময়ই সাফল্য এসেছে এই তারকা ক্রিকেটারের ব্যাট থেকে। আইপিএলের মঞ্চে ২০৫টি ম্যাচ খেলে ৫৫২৮ রান রয়েছে সুরেশ রায়নার। আইপিএলের মঞ্চে মাত্র চাারজন ক্রিকেটারই এই রন টপকাতে পেরেছেন।

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামও হচ্ছে সম্পূর্ণ আইপিএলের মতো করে। ৫০০ জন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে চলেছে এই নিলাম। সেখানেই রয়েছেন ১৪০ জন আন্তর্জাতিক ক্রিকেটাররাও। সুরেশ রায়নার মতো অন্যান্য দেশের ক্রিকেটাররাও অংশগ্রহন করতে চলেছেন এই লিগে। লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে নাম নথিভুক্ত করেছেন  বাবর আজম, ডেভিড মিলারদের মতো ক্রিকেটাররাও।

The post লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে পারেন সুরেশ রায়না, নিলামে নাম নথিভুক্ত প্রাক্তন ভারতীয় তারকার appeared first on CricTracker Bengali.

Exit mobile version