BJ Sports – Cricket Prediction, Live Score

ম্যাচের সেরা হওয়ার পুরস্কার নবজাতক সন্তানকে উৎসর্গ করলেন বরুণ চক্রবর্তী

 ম্যাচের সেরা হওয়ার পুরস্কার নবজাতক সন্তানকে উৎসর্গ করলেন বরুণ চক্রবর্তী

#image_title

Varun Chakravarthy. (Image Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী তাঁর ম্যাচ জয়ী পারফর্ম্যান্স তাঁর নবজাতক পুত্র ও স্ত্রীকে উৎসর্গ করেছেন। ২৬শে এপ্রিল, বুধবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিকদের ২১ রানে হারিয়ে আইপিএল ২০২৩-এ টানা চার হারের পরে অবশেষে জয় অর্জন করেছিল কেকেআর।

প্রথম ইনিংসের দৃঢ় ব্যাটিং পারফর্ম্যান্সের পরে স্কোর বোর্ডে ২০০ রান খাড়া করেছিল। জেসন রয় মাত্র ২৯ বলে ৫৬ রান করার পাশাপাশি অধিনায়ক নীতীশ রানা ২২৮.৫৭-এর বিধ্বংসী স্ট্রাইক রেটে ২১ বলে ৪৮ করেছিলেন। জবাবে আরসিবি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং বিরাট কোহলির ৩৭ বলে ৫৪ রানের ইনিংস সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছিল তারা।

বৈচিত্র্য যোগ করার দিকে নয়, আমার ফোকাস আমার নির্ভুলতার উপর: বরুণ চক্রবর্তী

স্পিনার বরুণ চক্রবর্তীর স্পিনের জালে আরসিবির মিডল-অর্ডার বিপর্যস্ত হয়েছিল। ৩১ বছর বয়সী স্পিনার চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর ও দীনেশ কার্তিকের গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন। চিত্তাকর্ষক জয়ের পরে আবেগপ্রবণ বরুণ তাঁর ম্যাচ সেরার পুরস্কারটি তাঁর নবজাতক পুত্র ও স্ত্রীকে উৎসর্গ করেন।

“ক্রিকেট খেলাটা এমনই। আগের ম্যাচে (বনাম সিএসকে) আমি ৪৯ রান দিয়েছিলাম, আর আজ আমি এই পুরস্কার পেয়েছি। বৈচিত্র্য যোগ করার দিকে নয়, আমার ফোকাস আমার নির্ভুলতার উপর। আমি অনেক পরশ্রম করেছি। তার জন্য এসি প্রতিবান ও অভিষেক নায়ারের কৃতিত্ব প্রাপ্য। আমি এটি (প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার) আমার নবজাতক পুত্র ও আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। আমি আইপিএলের পরে তাকে দেখতে পাব,” ম্যাচের পরে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার সংগ্রহ করার সময়ে বরুণ বলেছেন।

কর্ণাটকে জন্মগ্রহণকারী এই স্পিনার গত মরসুমে মাত্র ছয় উইকেট পাওয়ার পরে এই মরসুমে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন এবং আট ম্যাচে ১৩ উইকেট নিয়ে  সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় চতুর্থ স্থানে আছেন। ৬ই এপ্রিল ইডেন গার্ডেন্সে আরসিবির বিপক্ষে এই মরসুমের শুরুতে যখন কেকেআর খেলেছিল, তখন ৩.৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন বরুণ।

এদিকে, কেকেআর তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে সপ্তম স্থানে রয়েছে এবং গতি অক্ষুণ্ণ রাখতে চায়বে। ২৯শে এপ্রিল, শনিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে নীতীশ রানার নেতৃত্বাধীন দল।

The post ম্যাচের সেরা হওয়ার পুরস্কার নবজাতক সন্তানকে উৎসর্গ করলেন বরুণ চক্রবর্তী appeared first on CricTracker Bengali.

Exit mobile version