BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতের টপ অর্ডারের পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে, মনে করছেন সাবা করিম

ভারতের টপ অর্ডারের পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে, মনে করছেন সাবা করিম

#image_title

Saba Karim. (Photo by MANJUNATH KIRAN/AFP via Getty Images)

ওয়াংখেড়ের পর বিশাখাপত্তনমেও ভারতীয় দলের টপ অর্ডারের ব্যর্থতার সমস্যা মিটল না। এদিনও অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের সামনে তাসের ঘরের মতো বেঙে পড়ল ভারতীয় দলের টপ অর্ডার। সময় এগোনের সঙ্গে সঙ্গে এই ব্যর্থতা যে ভারতীয় দলের সামনে একটা সমস্যা হয়ে দাঁড়াতে চলেছে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক সাবা করিমের। ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটিং লাইনআপ ভাল পারফরম্যান্স দেখালেও, এখনও পর্যন্ত টপ অর্ডার সেভাবে জ্বলে উঠতে পারেনি।

প্রথম ম্যাচে মিচেল স্টর্কের ধাক্কায় ধসে পড়েছিল ভারতীয় দলের টর অর্ডার। শুরু থেকেই বিরাট কোহলি, শুভমন গিল এবং সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটাররা প্রথম ম্যাচে মিচেল স্টার্কের শিকার হয়েছিলেন। যিদও সেই ম্যাচ টিম ইন্ডিয়া জিততে পেরেছিল। বিশাখাপত্তনমে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়তে চেয়েছিল ভারতীয় দল। কিন্তু পারল না তারা। আবারও সেই মিচেল স্টার্কের সামনেই বিধ্বস্ত হল ভারতীয় দলের টপ অর্ডার। তিনি একাই কার্যত এদিন শেষ করে দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপকে।

মিচেল স্টার্কের সামনে দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা, শুভমন গিলরা

দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দলের টপ অর্ডারের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। পরপর দুই ম্যাচেই ভারতের টপ অর্ডারের এই ব্যর্থতা যে খুব একটা স্বস্তির বার্তা দিচ্ছে না বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। তাঁর মতে এই জায়গার ভুল শোধরানোর দিকেই ভারতীয় দলকে বিশেষ নদর দিতে হবে। লোয়ারক অর্ডার ব্যাটাররা অবশ্যই ভাল পারফরম্যান্স দেখিয়ে ভারতকে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে।

এই প্রসঙ্গেই সাবা করিম জানিয়েছেন, “ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটেই ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা কিন্তু ক্রমশখই চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। টপ অর্ডারের ব্যাটারদের থেকে যেমন ধারাবাহিকতার প্রত্যাশা আমরা সকলে করে রয়েছি, সেটা কিন্তু একেবারেই দেখতে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত যে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় এই বিষয় নিয়ে আগামী দিনে অবশ্যই আলোচনা করবেন”।

এদিন ভারতের বিরুদ্ধে শুরু থেকেই বল হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন মিচেল স্টার্ক। তাঁর হাতেই ভারতের ব্যাাটিং লাইনআপ কার্যত ধসে পড়েছে। রোহিত শর্মা, শুভমন গিল থেতে সূর্যকুমার যাদব এবং লোকেশ রাহুলরা সকলেই ক্রিজে ছিলেন কিছুক্ষণের অতিথি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে মাত্র ১১৭ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল।

The post ভারতের টপ অর্ডারের পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে, মনে করছেন সাবা করিম appeared first on CricTracker Bengali.

Exit mobile version