BJ Sports – Cricket Prediction, Live Score

চোটের জন্য দ্বিতীয় ম্যাচে নেই গ্লেন ম্যাক্সওয়েল, সুযোগ হল না ডেভিড ওয়ার্নারেরও

চোটের জন্য দ্বিতীয় ম্যাচে নেই গ্লেন ম্যাক্সওয়েল, সুযোগ হল না ডেভিড ওয়ার্নারেরও

#image_title

Glenn Maxwell and David Warner. (Photo by Mark Kerton/PA Images via Getty Images)

চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতের বিরুদ্ধে এই একদিনের সিরিজেই প্রত্যাবর্তন করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন খুব একটা ভাল হল না গ্লেন ম্যাক্সওয়েলের। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে নমার আগেই অস্ট্রেলিয়া শিবির থেকে ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। রবিবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নেমেছে ভারতীয় দল। কিন্তু চোট পেয়ে সেই ম্যাচ থেকেই ছিটকে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। হাল্কা চোট লেগেছে তাঁর। ম্যাচ শুরু হওয়ার আগেই সেই কথা জানিয়ে দিয়েছেন স্টিভ স্মিথ।

গতবছর পায়ে বড়সড় চোট পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর থেকেই তাঁকে আর অস্ট্রেলিয়া শিবিরে দেখা যায়নি। নতুন বছরে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়েই ফের আন্তর্জাতির ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে এই তারকা ক্রিকেটারের। যদিও ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে নামার আগেই ফের চোট হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। যদিও গুরুতর চোট নন। হাল্কা চোটই হয়েছে এই তারকা ক্রিকেটারের।

ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দলে ফিরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

কিন্তু তাঁকে নিয়ে ঝুঁকি নিতে একেবারেই নারাজ অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সেজন্যই চোট পাওয়ার পর তাঁকে প্রথম একাদশে না রাখারই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। শুধুমাত্র গ্লেন ম্যাক্সওেয়েলই নন, এই ম্যাচের প্রথম একাদশে সুযোদ হয়নি ডেভিড ওয়ার্নারের। প্রথম একাদশ দেখার পর কার্যত সকলেই খানিকটা চমকে গিয়েছেন। ম্যাক্সওয়েলের না খেলার কথা স্টিভ স্মিথ জানালেও, ডেভিড ওয়ার্নার কেন খেলছেন না, সেই কথা কিন্তু সেভাবে জানাননি তিনি।

টসের সময় স্টিভ স্মিথ জানিয়েছেন, “গ্লেন ম্যাক্সওয়েল হাল্কা চোট পেয়েছেন”। এদিন গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে ভারতীয় দলে এসেছেন ন্যাথানম এলিস। এদিন টস জিতে প্রথমে বোলিংয়েরক সিদ্ধান্ত নিয়েছিলেন স্টিভ স্মিথ। সেই সিদ্ধান্তের স্বপক্ষে তিনি জানিয়েছেন, “এখানে পিচের প্রকৃতি সম্পূর্ণ আলাদা। সেইসঙ্গে কভারে ঢাকা ছিল এই পিচ। এখানে মিডল ওভারে ভাল একটা পার্টনারশিপই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে”।

ডেভিড ওয়ার্নারের ভারতের বিরুদ্ধে প্রথম একাদশে না আসা নিয়ে ইতিমধ্যেই নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও কেন তাঁকে নেওয়া হয়নি প্রথম একাদশে, তা নিয়ে স্টিভ স্মিথ পরিষ্কারভাবে কিছু জানাননি। যদিও টেস্ট সিরিজের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেই চোট সারিয়ে এখনও পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পেরেছেন কিনা তা নিয়ে চলছে জল্পনা।

The post চোটের জন্য দ্বিতীয় ম্যাচে নেই গ্লেন ম্যাক্সওয়েল, সুযোগ হল না ডেভিড ওয়ার্নারেরও appeared first on CricTracker Bengali.

Exit mobile version