BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপে বাবর আজমের পারফরম্যান্সের সমালোচনায় সরব গৌতম গম্ভীর

বিশ্বকাপে বাবর আজমের পারফরম্যান্সের সমালোচনায় সরব গৌতম গম্ভীর

#image_title

Babar Azam.( Image Source: Twitter)

দক্ষিণ আফ্রিকার কাছে লড়াই করেও শেষপর্যন্ত হারতে হয়েছে পাকিস্তানকে। সেইসঙ্গেই এবারের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালের রাস্তাও অনেকটা কঠিন হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে এক উইকেটে হারের পরই পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে পাকিস্তানের হয়ে এবারের বিশ্বকাপের মঞ্চে কোনওরকম প্রভাব বিস্তার করতে পারেননি বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান করলেও পাকিস্তানের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

এবারের বিশ্বকাপে প্রথম দুটো ম্যাচ জিতে যাত্রা শুরু করলেও সেই ধারা বজায় রাখতে পারেনি পাকিস্তান। পরপর চারটে ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তাটা কার্যত অনেকটাই কঠিন করে ফেলেছে পাকিস্তান। সেই প্রসঙ্গেই এবার মুখ কুলেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার  গৌতম গম্ভীর। তাঁর মতে এবারের বিশ্বকাপের মঞ্চে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি বাবর আজম। আর সেটাই যে পাকিস্তানের ব্য।র্থতার অন্য়তম প্রধান কারণ তা মানতে কোনও দ্বিধা নেই এই প্রাক্তন তারকা ক্রিকেটারের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বাবর আজম

শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অর্ধশতরান পেয়েছিলেন বাবরক আজম। এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত তিনটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে তাঁর। কিন্তু পাকিস্তানের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না কোনও ম্যাচেই। এই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটারের মতে বাবর আজম এই মুহূর্তে ক্রম তালিকায় যে জায়গায় রয়েছে তা সবকিছুই অত্যন্ত ওভাররেটেড। সরাসরি না বললেও পাকিস্তানের ব্যর্থতার জন্য গৌতম গম্ভীর যে বাবর আজমকেই প্রধান দায়ী করছেন তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে গৌতনম গম্ভীর জানিয়েছেন, “এই বিশ্বকাপে এখনও পর্যন্ত বাবর আজম একেবারেই প্রভাব বিস্তার করতে পারেননি। সেখানে তঁর র্যাঙ্কিং এবং রেকর্ড কোনওকিছুরই সেভাবে কোনও মূল্য নেই। যে ক্রিকেটার ম্যাচ জেতাতে পারবেন তিনিই হলেন প্রকৃত এক নম্বর তারকা ক্রিকেটার”।

প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই এই মুহূর্তে বাবর আজমের সমালোচনায় মুখর হয়েছেন।  কোনও ম্যাচেই পাকিস্তানের হয়ে তাঁর সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭০ রান করতে পারলেও, সেই ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়েছিল পাকিস্তানকে। সম্যাচে হাড্ডহাড্ডি লড়াই চললেও শেষপর্যন্ত এক উইকেটে হেরেই গিয়েছে। বাবর আজম বিশ্বকাপের মঞ্চে তিনটি অর্ধশতরান করতে পারলেও, তাঁর পারফরম্যান্স নিয়ে যে কেউই সেভাবে সন্তুষ্ট নন তা বেশ স্পষ্ট।

The post বিশ্বকাপে বাবর আজমের পারফরম্যান্সের সমালোচনায় সরব গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.

Exit mobile version