BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর ব্যর্থতার দায় মেনে নিলেন জস বাটলার

বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর ব্যর্থতার দায় মেনে নিলেন জস বাটলার

#image_title

Jos Buttler. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে মানরক্ষার সুযোগ ছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু শেষরক্ষা হয়নি। বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ইংল্যান্ডকে। বাংলাদেশেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একরাশ হতাশা ঝড়ে পড়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের গলা থেকে।  শেষ টি টোয়েন্টি ম্যাচে যে বাংলাদেশের বিরুদ্ধে তারা এঁটে উঠতে পারেননি ব্রিটিশ ক্রিকেটাররা, তা ম্যাচ শেষে স্বীকার করে নিতে একেবারেই দ্বিধা করেননি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ৩-০ ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে কার্যত ইতিহাস তৈরি করল বাংলাদেশ।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ আগেই জিতে নিয়েছে ইংল্যান্ড। সেই ধারাই টি টোয়েন্টিতেও ধরে রাখতে মরিয়া ছিল ব্রিটিশ বাহিনী। কিন্তু টি টোয়েন্টির মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে একেবারেই এঁটে উঠতে পারেনি ব্রিটিশ বাহিনী। প্রথম দুই ম্যাচেই তারা হেরে গিয়েছিল। মঙ্গলবার ইংল্যান্ডের সামনে ছিল সম্মানরক্ষার লড়াই। কিন্তু সেখানেও শেষরক্ষা করতে পারেনি ব্রিটিশ বাহিনী। শেষ ম্যাচেও বাংলাদেশের কাছে ১৬ রানে হেরে গিয়েছে  ইংল্যান্ড।

বাংলাদেশের বিরুদ্ধে ৪০ রানের ইনিংস খেলেছেন জস বাটলার

বল হাতে ইংল্যান্ড শুরুটা ভালভাবে করলেও, লিটন দাসের ৫৭ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনি্ংসটাই যেন ম্যাচটা তাদের হাত থেকে বের করে নিয়ে গিয়েছিল। সেইসঙ্গে শেষ মুহূর্তে বাংলাদেশের হয়ে ঝোড়ো ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। ৩৬ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ভরে করে ১৫৮ রানে পৌঁছেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সেই পর্যন্ত পৌঁছতে ব্যর্থই হয়েছিল ব্রিটিশ বাহিনী। ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা মেনে নিতে দ্বিধা করেননি ব্রিটিশ অধিনায়ক জস বাটলার।

ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক জানিয়েছেন, “এই সিরিজটা হেরে যাওয়াটা আমাদের কাছে খুবই হতাশাজনক। বাংলাদেশকে অনেক শুভেচ্ছা। তারা এদিন আমাদের খেলার কোনও জায়গাই দেয়নি। শেষের দিকে আমরা প্রত্যাবর্তন করলেও, এদিন বেশকিছু ভাল সুযোগ হাতছাড়াও করেছি।  সেটা আমাদের হতাশা বাড়ানোর জন্য যথেষ্ট। ম্যাচে সময় এগোনর সঙ্গে সঙ্গে পিচও বেশ ভালই হচ্ছিল। বাংলাদেশেকে যে রানেরপ মধ্যে মরা আটকাতে পেরেছিলাম, আমি আশাবাদী ছিলাম যে আমরা এই রান করতে পারব। আশা করেছিলাম এই রান তাড়া করতে পারব। কিন্তু শেষপর্যন্ত আর তা হয়ে ওঠে নি”।

এদিন বাংলাদেশকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েচিল ইংল্যান্ড।  ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৫৮ রান করেছিল বাংলাদেশ। ডেভিড মিলান ও জস বাটলার শুরুটা ভাল করলেও শেষরক্ষা করতে পারেনি। ১৪২ রানেই থামতে হয়েছিল ইংল্যান্ডকে।

Exit mobile version