BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুভমন গিলের খেলা নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুভমন গিলের খেলা নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

#image_title

Shubman Gill. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টসিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। এবার সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ফাইনাল। গতবার েই ফাইনালের মঞ্চেই নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবারও ফাইনালে পৌঁছেছে তারা। সেখানেই ভারতের সামনে রয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে ২-১-এ সিরিজ জিতেছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতের প্রথম একাদশে শুভমন গিলের ওপরকই ভরসা দেখাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লোকেশ রাহুলের পরিবর্তে সেখানেও যে সৌরভের এই শুভমন গিলকেই পছন্দ তা বলার অপেক্ষা রাখে না।

বিদেশের মাটিতে ভারতীয় দলের টেস্টে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন লোকেশ রাহুল। যদিও সম্প্রতি সেভাবে নিজেদের ফর্ম দেখাতে পারছেন না তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচে থাকলেও শেষরক্ষা করতে পারেননি লোকেশ রাহুল। দুই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপরই তাঁর জায়হায় শুভমন গিলকে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টেই শুভমন গিলকে ভারতীয় দলে ফেরানো হয়েছিল।

চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শুভমন গিল

তৃতীয় টেস্টে অবশ্য শুভমন গিল বাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি। কিন্তু তাঁর ব্যাট থেকে বড় রানের জন্য খুব একটা বেশীক্ষণ অপেক্ষাও করতে হয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। চতুর্থ টেস্টেই নিজেকে প্রমাণ করেছিলেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের েহয়ে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরী করেছিলেন তিনি। সেইসঙ্গে আহমেদাবাদে একাধিক রেকর্ডও গড়েছিলেন এই তারকা ক্রিকেটার। এমনটা দেখার পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও শুভমন গিলকে নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই প্রসঙ্গে রেভ স্পোর্টসকে সৌরভ গঙ্গোপাধ্যায়জানিয়েছেন, “শেষ ৬ থেকে ৭ মাসে শুভমন গিল ভারতের হয়ে অসাধারণ পারফরম্যানম্স প্রদর্শন করে চলেছেন। তাঁর আর কী করার দরকার রয়েছে। এই মুহূর্তে ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন শুভমন গিল”।

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডের ওভালে। ইংল্যান্ডের মাটিতে হলেও, সেখানে ভারতীয় লের সাপল্য নিয়েো কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় যথেষ্ট আশাবাদী। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। ইংল্যান্ডের মাঠেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের ব্যপারে যথেষ্ট আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল যদি ৩৫০ থেকে ৪০০ রানো করতে পারে তবে ম্যাচ জয়ের সম্ভাবনা যে ভারতীয় দলের পক্ষেই থাকবে তা বলতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারত অধিনায়কের।

আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

Exit mobile version