BJ Sports – Cricket Prediction, Live Score

ফাইনালের মঞ্চে মোঈন আলিকে নিয়ে আশাবাদী আকাশ চোপড়া

 ফাইনালের মঞ্চে মোঈন আলিকে নিয়ে আশাবাদী আকাশ চোপড়া

#image_title

MS Dhoni and Moeen Ali. (Photo Source: IPL/BCCI)

গুজরাত টাইটান্সকে হারাতে পারলেই আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ছোঁবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ  ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে।  যদিও সেই রাস্তাটা যে চেন্নাই সুপার কিংসের সামনে খুব একটা মসৃণ তা একেবারেই বলা চলে না। সেই মেগা লড়াই শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংস সিবির নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়। তাঁর মতে ফাইনালের মঞ্চে চেন্নাই সুপার কিংসের হয়ে সেরা পারফর্মার হয়ে উঠতে পারেন মোঈন আলি।

এবারের আইপিএলে প্রথম থেকেই চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে রয়েছেন মোঈন আলি। কিন্তু সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। শুধু তাই নয় এবারের আইপি্এলে সেভাবে এই তারকা ক্রিকেটারকে বোলার হিসাবেও ব্যাবহার করতে দেখা যায়নি। মহেন্দ্র সিং ধোনি যে প্রতিটি কাজের পিচনেই কোনও না তোনও পরকিকল্পনা থাকে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার।

চলতি আইপিএলে ১৪ ম্য়াচে ১২৪ রান করেছেন মোঈন আলি

তাঁর মতে মোঈন আলিকে নিয়েও বিশেষ কোনও পরকিকল্পনা রয়েছে মহেন্দ্র সিং ধোনির। এবারের আইঅপিএলে বেসীরভাগ ম্য়াচেই মোঈন আলির আগে অজিঙ্ক রাহানে এবং অম্বাতি রায়াডুকে ব্যাটিং করতে দেখা গিয়েছে। এমনকী বোলিংয়েও ধারাবাহিক বাবে দেখা যায়নি মোঈন আলিকে। আকাস চোপড়ার মতো এই ফাইনালের মঞ্চেই ধোনির তুরুপের তাস হয়ে উঠচে পারেন মোঈন আলি। ফাইনালের মঞ্চে চেন্নাই সুপার কিংসের সেরা  পারফরর্মার হয়ে উঠতে পারেন এই তারকা ক্রিকেটার।  আকাশ চোপড়ার এই ভবিষ্যদ্বানী সটিক প্রমাণিত হয় কিনা সেটাই এখন দেখার।

এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “অধিনায়ক এমএলস ধোনি এখনও পর্যন্ত সেভাবে মোঈন আলিক সেভাবে ব্যবহার করেননি। তিনি তাঁকে সেভাবে ব্যাটিং যেমন করাননি  তেমনই বোলিংয়েও খুব একটা দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। এই ফাইনালের রাতটা মোঈন আলির হতেই পারে। রবীন্দ্র জাদেজা অবশ্যই বল হাতে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু সেভাবে বল হাতে নিজের পারফরম্যা্ন্স দেখাতে পারেননি তিনি। বিশেষ করে এই ধরণের ব্যাটিং সহায়ক পিচে তাঁর বল হাতে সফল হওয়ার সম্ভাবনা কম রয়েছে”।

এবারের াইপিেলে ১৪টি ম্যাচ খেলে মোঈন আলি করেছেন ১২৪ রান। তাঁর গড় রয়েছে ১৭.১১। একইসঙ্গে বেশী উইকেটও পাননি মোঈন আলি। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৯টি উিকেটি তুলতে পেরেছেন মোঈন আলি।

The post ফাইনালের মঞ্চে মোঈন আলিকে নিয়ে আশাবাদী আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version