BJ Sports – Cricket Prediction, Live Score

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া শিবিরে অ্যান্ডি ফ্লাওয়ার

 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া শিবিরে অ্যান্ডি ফ্লাওয়ার

#image_title

Andy Flower. (Photo Source: IPL/BCCI)

আগামী ৭ জুন ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে নামার আগেই অস্ট্রেলিয়া শিবিরে নতুন অতিথি। অস্ট্রেলিয়ার সহকারী কোচের পদে নিয়োগ হলেন প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটার তথা আইপিএলের লখনউ সুপার জায়ান্টসের মেন্টর অ্যান্ডি ফ্লাওয়ার। লখনউ সুপার জায়ান্টসের পরপর দুবারই আইপিেলের প্লেঅফে পৌঁছনর পিছনে তাদের অবদান যে অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। সেই অ্যান্ডি ফ্লাওয়ারকেই এবার নিজেদের দলের কোচিং স্টাফ হিসাবে নিল অস্ট্রেলিয়া।

যদিও ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফািনালে অস্ট্রেলিয়ার ডাগ াউটে তাকবেন না তিনি। এরপরই অস্ট্রেলিয়ার ইংল্য়ান্ডের বিরুদ্দে নামবে অ্যাশেজের মঞ্চে। এজবাস্টনেই হবে সেই লড়াই। যদিও শুরু থেকে সেই মঞ্চে থাকতে পারবেন না অ্যান্ড ফ্লাওয়ার। মাঝপথ থেকেই অস্ট্রেলিয়ার শিবিরে যোগ দেবেন এই  প্রাক্তন তারকা ক্রিকেটার। প্রধাত কানসালটেন্ট হিসাবেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করবেন অ্যান্ডি ফ্লাওয়ার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। ইংল্যান্ডের কোচের পদেও েকসম. ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার।

অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে তিনবার অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড

প্রায় পাঁচ বছর ইংল্য়ান্ড দলের কোচের পদ সামলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচের দায়িত্ব সামলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর তত্ত্বাবধানেই অ্যাশেজে অন্যতম সাফল্য পেয়েছিল ইংল্যান্ডে। ২০০৯ এবং ২০১৩ সালে ঘরের মাঠে  অ্যাশেদ জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১০-১১ মরসুমে অ্যাওয়ে সিরিজেও অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। সেই কথা মাথায় রেখেই যে অ্যান্ডি ফ্লাওয়ারকে দলে নিয়েছে  অস্ট্রেলিয়া শিবির তা বলার অপেক্ষা রাখে না। এবার ইংল্যান্ডে ঘরের মাঠে অ্যাশেেজের মঞ্চে নামবে অস্ট্রেলিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

শেষবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার ঘরের মাটে বিশ্রী হার হয়েছিল ইংল্যান্ডের। সেখানেই জো রুটের দলের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল অজি বাহিনী। এবার সেই ইংল্যান্ডের ঘরের মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া। যদিও শেষপর্যন্ত কী সেই সিরিজের পলাফ কী হবে তা তো সময়.ই বলবতে পারবে। তবে এখন থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রস্তুতি সেরে রাখতে চাইছে অস্ট্রেলি্য়া। ইংল্যান্ডের ঘরের মাঠে অ্যান্ডি ফ্লাওয়ারের থেকে বাড়তি সুবিধা তারা পাবে বলেই মনে করছে।

এই মুহর্তে ইংল্যান্ডও দুরন্ত ফর্মে রয়েছে। বেন স্টোকসের নেতৃত্বে কয়েকদিন আগেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। অ্যান্ডি ফ্লাওয়ারের হাত ধরে অস্ট্রেলিয়ার জয়ের ধারা অব্যহত থাকে কিনা সেটাই এখন দেখার।

The post টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া শিবিরে অ্যান্ডি ফ্লাওয়ার appeared first on CricTracker Bengali.

Exit mobile version