BJ Sports – Cricket Prediction, Live Score

ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতাই এখন প্রধান লক্ষ্য মিচেল স্টার্কের

 ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতাই এখন প্রধান লক্ষ্য মিচেল স্টার্কের

#image_title

Mitchel Starc. (Photo by Quinn Rooney/Getty Images)

ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়ে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট মথায় তুলেছে অস্ট্রেলিয়া। এবার তাদের সামনে রয়েছে অ্যাশেজের লড়াই। তার আগে ভারতের বিরুদ্ধে বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যে অস্ট্রেলিয়া শিবিরের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই এবার অ্যাশেজের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের লক্ষ্যে মিচেল স্টার্ক। ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠেি এবারে হারাতে মরিয়া হয়ে রযেছে  অস্ট্রেলিয়া।

২০১৯ সালে একবার সুযোগ এলেও শেষরক্ষা করতে পারেনি অস্ট্রেলিয়া। সেবার শেষ ম্যাচ জিতে নিয়ে ইংল্যান্ড সিরিজে সমতা পেরাতে পেরেছিল। গতবছর ঘরের মাটে ইংল্যৈান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছি্ল অস্ট্রেলিয়া। এবার সেই ইংল্যান্ডের ঘরের মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া। গামী ১৬ জুন থেকে শুরু হতে চলেছে এবারের অ্যাশেজ। ব্রিটিশদের ঘরের মাঠেি এবার তাদের হারানোর জন্য মুখিয়ে রয়েছেন মিচেল স্টার্ক।  ভারতের বিরুদ্ধে দেখানো পারফরম্যান্সটাই যে তারা ধরে রাখতে চায় তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৪ টি উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক

২০০১ সালে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে আর অ্যাশেজের মঞ্চে ইংল্যান্ডের ঘরের মাটে জিততে পারেনি তারা। কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। সদ্যই ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া বাহিনী। সেখানে বল হাতে দুরন্ত পর্মে ছিলেন মিচেল স্টার্ক। দুই ইনিংস মিলিয়ে চারটি উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। এবার ব্রিটিশদের ঘরের মাঠে তাদের হারানোর পরিকল্পনাতেই ব্যস্ত রয়েছে অজি বাহিনী।

অ্যাশেজে নামার আগে মিচেল স্টার্ক জানিয়েছেন, “আমরা লেগাসি কথাটার সঙ্গে খুব একটা পরিচিত নই। তবে আমরা একটা অভিজ্ঞ দল। আমাদের দলের তেমন সাফল্যও রয়েছে। এই সিরিজ জিততে চাওয়াটা আমাদের কাছে অন্যতম একটা প্রত্যাশা। ২০১৯ সালে শেষবার এখানে সেি সুযোগটা মরা হাতছাড়া করেছিলাম। সেই সিরিজ ড্র করেছিলাম আমরা। সেই থেকেই আরও একধাপ এগিয়ে যেতে চাই আমরা। ইংল্যান্ডে অ্যাশেজ জিততে পারাটা আমাদের কাছে অন্যতম একটা মাইলস্টোন হতে চলেছে”।

ভারতের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে পৌঁছেছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও যেো তারা সেই পারফরম্যান্সের ধারা অব্যহত রাখার চেষ্টা করবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

The post ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতাই এখন প্রধান লক্ষ্য মিচেল স্টার্কের appeared first on CricTracker Bengali.

Exit mobile version