BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে ক্যারাম বলের প্রস্তুতিতে টড মার্ফি

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে ক্যারাম বলের প্রস্তুতিতে টড মার্ফি

#image_title

TODD MURPHY. ( Image Source: BCCI )

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া মহারণ। সেখানেই শেষপর্যন্ত কোন দলের পক্ষে জয় আসবে তা তো সময়ই বলবে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে প্রস্তুতিুতে কোনওরকম খামতি রাখতে নারাজ  দুই দলের ক্রিকেটাররাই। ইতিমদ্যেই বারতীয় দলের ক্রিকেটাররা মাঠে নেমে পড়েছেন। ভারতকে আটকানোর জ্নয অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও ছক কষা শুরু হয়ে গিয়েছে। এবার অশ্বিনের ক্যরাম বলের কৌশলেই ভারতীয় ক্রিকেটারদের গায়েল করার পরিকল্পনা টড মার্ফির।

ভারতের মাটিতেই অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ্ভিষেক হয়েছিল েই তরিুণ ক্রিকেটারের। তাঁর জোরদার স্পিনের সামনে কার্যত বিধ্বস্ত হয়েছিল ভারচীয় দলের ব্যাটিং লাইনআপ।  অভিষেকেই ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৭ উিকেট তুলে নিয়েঠছিলেন টড মার্ফি। সেই পারফরম্যান্স দেখানোর পর থেকেই সকলের নজর কেড়েছিলেন তিনি। এবার ইংল্যান্ডের মাটিতে ফের একবার ভারতের মাটিতে নামতে চলেছেন তিনি। সেই মঞ্চে নামার আগে রবিচন্দ্রন অশ্বিনের ক্যরাম বলের প্রস্তুতিই সারছেন টড মার্ফি। নাগপুর টেস্টের পারফরম্যান্স যে তাঁর আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন টড মার্ফি

না্গপুরেই বর্ডার গাভাসকর ট্রফি চলার সময় ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল টড মার্ফির। সেখানেই দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। অভিষেক ম্যাচে নাগপুরে ভারতীয় দলের বিরুদ্ধে ১২৪ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন সেই ম্যাচে ৭টি উইেকেট। অএবার ইংল্যান্ডের মাটিতেও ভারতের বিরদ্ধে সেই পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। ভারতীয় দলকে গায়েল করার জন্য রবিচন্দ্রন অশ্বিনের ক্যারাম বলের কৌশলই রপ্ত করছেন এই তারকা ক্রিকেটার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগেই তিনি জানিয়েছেন, “আমার এথনও পর্য়ন্ত ক্যারাম বল শেখার কাজ চলছে। রবিচন্দ্রন অশ্বিন যেভাবে ক্য়ারাম বলের প্রয়োগ করেন, তেমনভাবে বোলিং করা থেকে এখনও অনেকটা দূরে রয়েছি আমি। দেখে মনে হয় যে এটা অনেকটাই সহজ। কিন্তু এই বোলিং করাটা কিন্তু অত্যন্ত কঠিন। এই বোলিংকে বাস্তবায়িত করার আত্মবিশ্বাস থাকাটাই সবচেয়ে জরুরী। আমি আশাবাদী যে একজদিন সেই কাজটা করে ফেলতে পারব আমি”।

ভারতের বিরুদ্ধে বর্ডার গাবাসকর ট্রফিতে ১৪টিু উইকেট নিয়েছিলেন গোটা সিরিজে। তাঁর পারফরম্যান্সের প্রশংসাও করেছিলেন সকলে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে রয়েছেন সকলে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

The post বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে ক্যারাম বলের প্রস্তুতিতে টড মার্ফি appeared first on CricTracker Bengali.

Exit mobile version