BJ Sports – Cricket Prediction, Live Score

টেস্ট ক্রিকেট নিয়ে বিশেষ পরামর্শ দিলেন সচিন তেন্ডুলকর

 টেস্ট ক্রিকেট নিয়ে বিশেষ পরামর্শ দিলেন সচিন তেন্ডুলকর

#image_title

Sachin Tendulkar. (Photo by Santosh Harhare/Hindustan Times via Getty Images)

টেস্ট ক্রিকেট নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন প্রাক্তন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। বিশেষ করে বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকেই শুরু হয়েছে নানান কথাবার্তা। সেখানেই তাড়াতাড়ি টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়া নিয়ে নানান কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে। যদিও সেই বিষয় নিয়ে সচিন তেন্ডুলকর কিন্তু খুব একটা ভাবতে নারাজ। বিশেষ করে টেস্ট ম্যাচ তাড়াতাড়ি হওয়া নেিয়ে তাঁর খুব একটা বাবনাও নেই। সচিন তেন্ডুলকরের মতে টেস্ট ক্রিকেটের আরও আকর্ষণীয় হয়ে ওঠা প্রয়োজন। সেদিকেই সকলের নজর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সদ্য শেষ হয়ে বর্ডার-গাভাসকর ট্রফি টেস্ট সিরিজ। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। পরপর দুই টেস্টেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি টেসল্ট সিরিজ জয়ের রাস্তা প্রসস্ত করে ফেলেছিল ভারতীয় দল। যদিও তৃতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার কাছে আটকে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেই ম্যাচও শেষ হয়ে গিয়েছিল আড়াই দিনেই। এরপর থেকেই আরম্ভ হয়েছিল  নানা্ন আলোচনা এবং গুঞ্জন। পিচ নিয়্েও সমালোচনা কম হয়নি।

আন্তর্জাতিক টেস্ট এবং একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক সচিন তেন্ডুলকর

এবার সেই প্রসঙ্গ নিয়েি মুখ কুলেছেন সচিন তেন্ডুলকর। পাঁচ দিনের টেস্ট ম্যাচ আড়াই দিন কিংবা তিন দিনে শেষ হয়ে যাওয়া নিয়ে খুব একট অসুবিধা নেই মাস্টার ব্লাস্টারের। তাঁর মতে টেস্ট ক্রিকেট কতটা আকর্ষণীয় হয়ে উঠছে সেদিকেই নজর দেওয়া উচিত্ সকলের। টেস্ট ম্যাচের সময় নিয়ে বিশষ না ভাবারই বার্তা সচিন তেন্ডুলকরের মুখে। সম্প্রতি টেস্ট ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া নিেয়েই বিশ্ষজ্ঞ থেকে প্রাক্তন মহলে নানান আলোচনা আরম্ভ হয়েছে।

ইন্ডিয়া টুডের কনক্লেভে এসে এই প্রসঙ্গেই সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “একটা জিনিস আমাদের সবচেয়ে বেশী ভালভাবে বোঝা উচিত্ যে টেস্ট ক্রিকেট কতটা আকর্ষণীয় হয়ে ওঠে সেদিকেই নজর রাখতে হবে বেশী। কতদিনে টেস্ট ক্রিকেট শেষ হচ্ছে তা নিয়ে বিশেষ ভাবার প্রয়োজন নেই আমাদের। কারণ টেস্ট ম্যা্চে সবসময়ই আলাদ আলাদা পরিস্থিতিতে খেলি। কখনও সেখানে সুইং বোলিংয়ের প্রাধান্য থাকে আবার কখনোও সেখানে সিম বোলিংয়ের প্রধান্য থাকে। এটাই টেস্ট ক্রিকেটকে আর আকর্ষণীয় করে তুলতে পারে”।

একদিন এবং টেস্ট ক্রিকেটের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটে সতিন তেন্ডুলকরের  ব্যাটে এসেছে ১৮ হাজার রান। একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ব্যাটে রান রয়েছে ১৫ হাজার। টেস্ট ক্রিকেটও বহু রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। এবার টেস্ট নিয়ে নতুন বার্তা দিলেন সচিন তেন্ডুলকর।

The post টেস্ট ক্রিকেট নিয়ে বিশেষ পরামর্শ দিলেন সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.

Exit mobile version