BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতের জাতীয় পতাকায় অটোগ্রাফ দিতে দেখা গেল শাহিদ আফ্রিদিকে

 ভারতের জাতীয় পতাকায় অটোগ্রাফ দিতে দেখা গেল শাহিদ আফ্রিদিকে

#image_title

Shahid Afridi. (Image Source: Twitter)

দ্য লেজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্স (এলএলসি) ২০২৩ এখনও পর্যন্ত ভক্তদের অনেক অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছে। এই টুর্নামেন্ট চলাকালীন, এশিয়া লায়ন্সের অধিনায়ক শাহিদ আফ্রিদিকে একজন ভক্তের ইচ্ছা পূরণ করতে দেখা যায়। তাকে সম্প্রতি ভারতীয় পতাকায় তার অটোগ্রাফ দিতে দেখা গেছে।

এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভক্তরা পাকিস্তানের কিংবদন্তীকে তিরঙ্গায় স্বাক্ষর করার জন্য অনেক প্রশংসাও করেছেন। এই ভিডিওটি ক্রিকেট পাকিস্তান তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে। তারা ভিডিওটির ক্যাপশন দিয়েছেন , “মহান মন সহ মহান মানুষ (বিগ ম্যান উইথ এ বিগ হার্ট), শাহিদ আফ্রিদি ভারতীয় পতাকায় একজন ভক্তকে অটোগ্রাফ দেন।”

𝑩𝑰𝑮 𝑴𝑨𝑵 𝑾𝑰𝑻𝑯 𝑨 𝑩𝑰𝑮 𝑯𝑬𝑨𝑹𝑻 😍

Shahid Afridi gives an autograph to a fan on the Indian flag 🙌#LLC2023 @SAfridiOfficial pic.twitter.com/LonnLwlDAt

— Cricket Pakistan (@cricketpakcompk) March 19, 2023

এই সুন্দর আচরণের মাধ্যমে আফ্রিদি ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন। ৪৬ বছর বয়সী এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার এলএলসি মাস্টার্স ২০২৩-এ এশিয়া লায়ন্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গেছেন। টুর্নামেন্টের এলিমিনেটরে ইন্ডিয়া মহারাজাসকে ৮৫ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছান তারা।

এলএলসি মাস্টার্সের ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টাসের মুখোমুখি হবে এশিয়া লায়ন্স

চলমান এলএলসি মাস্টার্সের এলিমিনেটরে এশিয়া লায়ন্স এবং ইন্ডিয়া মহারাজাস একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করে শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন এশিয়া লায়ন্স স্কোরবোর্ডে ১৯১ রান তোলে। উপুল থারাঙ্গা অর্ধশতরান করার পাশাপাশি দলকে একটি সুন্দর শুরু করতেও সাহায্য করেন।মোহাম্মদ হাফিজ এবং আসগর আফগানও ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন করেন। হাফিজ এবং আফগান যথাক্রমে ২৪ বলে ৩৮ এবং ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেন। স্টুয়ার্ট বিনি এবং প্রজ্ঞান ওঝা ২টি করে উইকেট নেন। প্রবীণ তাম্বে ১টি উইকেট পান।

বল হাতেও অসাধারণ প্রদর্শন করে এশিয়া লায়ন্স। সোহেল তানভীর, আবদুর রাজ্জাক এবং মোহাম্মদ হাফিজ দুটি করে উইকেট নিয়ে ইন্ডিয়া মহারাজাসের ব্যাটিং লাইন আপকে ধরাশায়ী করেন। এছাড়াও শাহিদ আফ্রিদি, ইসুরু উদানা এবং তিলকরত্নে দিলশান ১টি করে উইকেট নেন। এই ম্যাচে ইন্ডিয়া মহারাজাসের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি ১৭ বলে ৩২ রান করেন।

শেষমেশ ইন্ডিয়া মহারাজাস ১০৬ রানে অলআউট হয়ে যায় এবং এশিয়া লায়ন্স নিজেদের ফাইনালে যাওয়ার পথ পরিস্কার করে। এই ম্যাচে অসাধারণ ব্যাটিং প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার পান উপুল থারাঙ্গা। ২০ মার্চ, সোমবার এই টুর্নামেন্টের ফাইনালে তারা আগের মরসুমের বিজেতা ওয়ার্ল্ড জায়ান্টাসের মুখোমুখি হবে।

The post ভারতের জাতীয় পতাকায় অটোগ্রাফ দিতে দেখা গেল শাহিদ আফ্রিদিকে appeared first on CricTracker Bengali.

Exit mobile version