Skip to main content

ম্যাচ প্রেডিকশন

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

ওডিআই সিরিজ শেষ।সেই সিরিজেও ২-১-এ জিতে নিয়েছে ভারতীয় দল। এবার তাদের সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সিরিজে নামতে চলেছে ভারতীয় ব্রিগেড। তবে টি টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় শিবির। সেই ধারা বজায় রেখে এই সিরিজেও ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে পারে কিনা তা তো সময়ই বলবে।

ওডিআই সিরিজের মতো টি টোয়েন্টি সিরিজেও ভারতীয় দল তরুণ ক্রিকেটারদেরই বিশেষ সুয়োগ দিতে চলেছে। টি টোয়েন্টি সিরিজে আগেই রোহিত শর্মা, বিরাটকোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে।  হার্দিক পান্ডিয়ার নেৃত্বেই নামতে চলেছে ভারতীয় দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রতম একাদশ কী হতে পারে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। ওডিআইয়ে না খেললেও এই ্ময়াচেি ফের একবার বারতের ওপেনিংয়েদেখা যেতেপারে যশস্বী জয়সয়ালকে। সেইসঙ্গে সঞ্জু স্যামসনকেও সুযোগ দেওয়া হতে পারে এই সিরিজে।

অন্যদিকে ঘরের মাঠে এখনও পর্যন্ত এই মরসুমে ভারতের কাছে  একটি সিরিজেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে পরপর টেস্ট ও ওডিআই সিরিজে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।এবার তাদের সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই ওয়েস্ট ইন্ডিজ যেজেতার জন্য মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। এই সিরিজের জন্যই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ফিরেছেন শিমর হেটমায়ার, শাই বোর এবং ওশানে থমাস।


ম্যাচের সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – রাত ৮.০০ ( ভারতীয় সময় )

টেলিভিশন সম্প্রচার – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা ও ফ্যানকোড


পিচ কন্ডিশন

ব্রায়ান লারা স্টেডিয়ামের পিচে বোলারদের সঙ্গে ব্যাটাররাও সুযোগ পাবেন।  তবে এখানকার পিচে খানিকটা হলেও পেসাররা বাড়তি সুযোগ পেতে পারেন। পেসকে কাজে লাগাতে পারবেন তারা। একইসঙ্গে পিচে খানিকটা বাউন্সও থাকবে। টস জিতলে এখানে অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন।


সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজঃ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী
ওয়েস্ট ইন্ডিজঃ

জনসন চার্লস, কাইল মেয়ার্স, শাই হোপ, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শিমক হেটমায়ার, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ।

ভারতঃ

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী
ভারতঃ

যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আভেশ খান, অর্শদীপ সিং।


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত হেড টু হেড

ম্যাচ – ২৫। ওয়েস্ট ইন্ডিজ- ৭। ভারত- ১৭। ফলাফল হয়নি – ১

The post ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

আরো ম্যাচ প্রেডিকশন

ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল ১, ভারত বনাম নিউ জিল্যান্ডঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও হেড টু হেড

বুধবার চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথম সেমিপাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। ধারেভারে এগিয়ে থেকেই ঘরের মাঠে নামছে টিম ইন্ডিয়া। যদিও কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে নামার আগে অতিরিক্ত সাবধানী ভারতীয় শিবির। গতবারের...

ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৪৫, ভারত বনাম নেদারল্যান্ডস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

১২ই নভেম্বর, রবিবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪৫ তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস একে অপরের মুখোমুখি হবে। আসন্ন ম্যাচটি হল রাউন্ড...

ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৪১, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

৯ই নভেম্বর, বৃহস্পতিবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪১ তম ম্যাচে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবং কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হবে। নিউজিল্যান্ডের জন্য এই ম্যাচটি...

ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৪০, ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

৮ই নভেম্বর, বুধবার, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৪০ তম ম্যাচে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড এবং স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস একে অপরের মুখোমুখি হবে। ইংল্যান্ড ইতিমধ্যেই ওডিআই...