BJ Sports – Cricket Prediction, Live Score

ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের, লোকেশ রাহুল, ঈশান কিষাণদের রেখেই দল ঘোষণা

ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের, লোকেশ রাহুল, ঈশান কিষাণদের রেখেই দল ঘোষণা

#image_title

Rohit Sharma & Ajit Agarkar. ( Image Source: Twitter )

জল্পনাটা বেশ কয়েক দিন ধরেই চলছিল, মঙ্গলবার এশিয়া কাপ চলার মাঝেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ভারতীয় দলের। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ।  ঘরের মাঠে ১২ বছর পর বিশ্বকাপের ম়্চে খেলতে নামচে টিম ইন্ডিয়া। সেখানেই ১৫ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক। সেখানেই  লোকেশ রাহুল ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন কিনা সেদিকেই নজরক ছিল সকলের। লোকেশ রাহুলকেরেখেই ১৫ সদস্যের দল ঘোষণা টিম ইন্ডিয়ার। কার্যত এশিয়া কাপের দলই ধরে রাখছে টি্ম ইন্ডিয়া

এবারের এশিয়া কাপের দল ঘোষণার সময়ই বিশ্বকাপের দল নিয়ে একটা আভাস পাওয়া গিয়েছিল। সোমবার নেপালের বিরুদ্ধে বিরাট জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।  তার ২৪ ঘন্টার মধ্যেই  ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর।  লোকেশ রাহুল পিরলে ঈশান কিষাণ ভারতীয় দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে একটা জল্পনা চলছিল। তাঁকে রেখেই ভারতীয়দলের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষাণের পারফরম্যান্সই যে বিশ্বকাপের মঞ্চে তাঁর  জায়গা পাকা করে দিয়েছেতা বলার অপেক্ষা রাখে না।

এশিয়া কাপের দলের সহ্গে বিশব্কাপের দলের কুব একটা পার্থক্য অবশ্য নেই। তবে লোকেশ রাহুলের খেলা নিয়েএকটাজল্পনা চলছিল। কতাকণ এশিয়া কাপের মঞ্চে এই তারকা ক্রিকেটার ফিরলেও হাল্কা চোটের জন্য প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন  লোকেশ রাহুল। যদিও শোনাযাচ্ছে সুপার ফোরের মঞ্চে খেলবেন তিনি। সেই দিক বিতচার করেই তাঁকে বিশ্বকাপের স্কোয়াডেও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে উইকেটকিপার ব্যাটার হিসাবে রাখা হয়েছে ঈশান কিষাণকেও। তবে সুযোগ হয়নি তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণার।

ওডিআই বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা ( c )

শুভমন গিল

বিরাট কোহলি

শ্রেয়স আইয়ার

ঈশান কিষাণ

কেএল রাহুল

হার্দিক পান্ডিয়া ( vc )

সূর্যকুমার যাদব

রবীন্দ্র জাদেজা

অক্ষর পটেল

শার্দূল ঠাকুর

জসপ্রীত বুমরাহ

মহম্মদ সামি

মহম্মদ সিরাজ

কুলদীপ যাদব

এশিয়া কাপের মঞ্চে যুজবেন্দ্র চাহালকে না রাখা নিয়েজোরদার সমালোচনা হয়েছিল। বিশ্বকাপের মঞ্চেও তাঁকে না রেখেই দল ঘোষণা করা হয়েছে। স্পিনার হিসাবে অক্ষর পটেল, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার ওপরই ভরসা রাখছে টিম ইন্ডিয়া। আগামী ৮ অক্টোবর ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।

The post ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের, লোকেশ রাহুল, ঈশান কিষাণদের রেখেই দল ঘোষণা appeared first on CricTracker Bengali.

Exit mobile version