BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ফর্ম গুজরাতের চিন্তা বাড়াতে পারে, মনে করছেন ইরফান পাঠান

 আইপিএলের হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ফর্ম গুজরাতের চিন্তা বাড়াতে পারে, মনে করছেন ইরফান পাঠান

#image_title

Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

চলতি আইপিএলে এই মুহূর্তে শীর্ষস্থানে থাকলেও এখনও পর্যন্ত আইপিএলের প্লেঅফে জায়গায় পাকা করতে পারেননি গুজরাত টাইটান্স। যদিও প্রথম দল হিসাবে তাদেরই এবারের প্লেঅফে পৌঁছে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী রয়েছে। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে জিততে পারলেই আইপিঅএলের প্লে্ফে জায়গা পাকা হয়ে যাবে  গুজরাত টাইটান্সের। সেই ্ময়াচে নামার আগেই হার্দিক পান্ডিয়ার ব্যাটিং নিয়ে খানিকটা সংশয় প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার উরফান পাঠান।

তাঁর মতে এবারের আইপিএলে গুজরাত টাইটান্স দলের একমাত্র দুর্বল জায়গা হল ব্যাটিং অর্ডারে তাদের তিন নম্বর পজিশন। সেখানেই এবার গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নামছেন হার্দিক পান্ডিয়া। কিন্ত ব্যাটার হিসাবে সেভাবে নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারছে না এই তারকা ক্রিকেটার। গতবার আইপিএলের মঞ্চে ব্যাট হাতে যেমন বিধ্বংসী ছিলেন হার্দিক পান্ডিয়া, এবার সেই ঝলক দেখা যায়নি তাঁর ব্যাট থেকে। সেটাই গুজরাত টাইটান্স শিবিরের কাছে খানিকটা চিন্তা বাড়াতে পারে বলে মনে করছেন প্রাক্তন ভারকীয় তারকা ইরফান পাঠান।

চলতি মরসুমে ১১ ম্যাচে ২৮১ রান করেছেন হার্দিক পান্ডিয়া

এবারের আইপিএলে ১১টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়ার। সেখানেই ২৮১ রান করতে পেরেছেন এই তারকা ক্রিকেটার। গতবার েই হার্দিক পান্ডিয়াই ছিলেন গুজরাত টাইটান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। এবার একটি ম্যাচে অর্ধশতরান পেলেও সেই ম্যাচ কিন্তু হার্দিক পান্ডিয়া জেতাতে ব্যর্থই হয়েছিলেন।  তাঁর সেই পারফরম্যান্স নিয়েও কথা বার্তা সুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে গত ম্যাচেই ফে্র একবার হার্দিক পান্ডিয়ার সেই কোমড়ের সমস্যার কথা শোনা গিয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

এই প্রসঙ্গে ইরফান পাঠান জানিয়েছেন, “এবারের আইপিেলে গুজরাত টাইটান্স তাদের ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনেই সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্যাট হাতে এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়া সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থই হয়েছেন। তিনি যদি সেই পজিশনে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে না পারেন, তবে টিম ম্যানেজমেন্টের পক্ষে সেই জায়গায় কাকে খেলানো হবে সেটা কিন্তু একটা বড়সড় সমস্যাহতে দাঁড়াতে পারে”।

গত ম্যাচে ব্য়াট হাতে দুকন্ত ফর্ম প্রদর্শন করেছিলেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে সেবার ৪৮৭ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই মরসুমে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৩১.২৭ এবং সেইসঙ্গে গড় ছিল ৪৪.২৭। কিন্তু এবারের আইপিএলে সেই পারফরম্যান্স দেখা যাচ্ছে না হার্দিকের ব্যাট থেকে। শেষপর্যন্ত সেই সমস্যা গুজরাত টাইটান্স মেটাতে পারেন কিনা সেটাই এখন দেখার।

The post আইপিএলের হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ফর্ম গুজরাতের চিন্তা বাড়াতে পারে, মনে করছেন ইরফান পাঠান appeared first on CricTracker Bengali.

Exit mobile version