BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের ফাইনালের মঞ্চে ২৫০ ম্যাচের মাইলস্টোন ছুঁতে চলেছেন এমএস ধোনি

 আইপিএলের ফাইনালের মঞ্চে ২৫০ ম্যাচের মাইলস্টোন ছুঁতে চলেছেন এমএস ধোনি

#image_title

MS Dhoni. (Image Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে রবিবার মেগা ফাইনাল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। ফাইনাল ম্যাচ ঘুরে এখন তেকেই উত্চেজনার পারদ তুঙ্গে রযেছে। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো ম্যাচ শেষ হওয়ার পরই বোঝা যাবে। মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে ধোনি পাঁচবারের আইপিএলের চ্য়াম্পিয়ন হতে পারবে কিনা সেই অপেক্ষাতেই এখন বসে রয়েছেন সকলে। সেই ম্যাচেই নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। ঐইপিএলের মঞ্তে প্রথম ক্রিকেটার হিসাবে ২৫০ ম্যাচ খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএওলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনিরক কোনও রেকর্ডই অধরা নেই। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই এই নকতুন রেকর্ড গড়ার পথে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির এদিন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে। হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে টস করতে নামার সময়ই আইপিএলের ম্যাচে ২৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মহেন্দ্র সিং ধোনি।

২০০৮ সাল থেকে প্রতিটি ম্যাচেই খেলেছেন এমএস ধোনি

এমএস ধোনির পরই রয়েছে রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক। দুই তাারকা ক্রিকেটারই ২৪০টি করে আইপিএলের ম্যাচ  খেলেছেন। ফাইনালের মঞ্চে নামার সঙ্গেই এমএস ধোনির মুকুটে উঠতে চলেছে এবার নয়া  পালক।  সেই ম্যাচে ধোনি জয়ের স্বাদ পায় কিনা তা তো সময়ই বলবে। দেশের জার্সির পাশাপাশি আইপিএলের মঞ্চেও অন্যতম সফল অধিনায়কের তকমা রয়েচে মহেন্দ্র সিং ধোনির গায়ে। চারবার আইপিএবল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশীবার আইপিএলের ফাইনালে পৌঁছেেছে মগেন্দ্র সিং ধোনির টেন্নাই সুপার কিংস। এবারের ফাইনালে পৌঁছে ১০ বার ফাইনালের মঞ্চে পৌঁছনোর রেকর্ড গড়েছে তারা।

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রতম কোয়ালিফায়ারে েই গুজরাত টাইটান্সকে হারিয়েই  ফাইনালে পৌঁছেছিল চেন্নাই সুপার কিংস। সলেই ধারা ফাইনালেও তারকা ধরে রাখতে পারে কিনা তা তো সময়ই বলবে। ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। শেষপর্যন্ত ধোনি পঞ্চম আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে কিনা তা তো সময়ই বলবে।

২০০৮ সাল থেকে প্রতিটি আইপিএলের খেলে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে অবশ্য় দুটো মকসুম রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনির । চেন্নাই সুপার কিংস ফেরার পর থেকেই সেই দলের অধিনায়কের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। রবিবার আরও এক নতুন মাইলস্টোন গড়তে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

The post আইপিএলের ফাইনালের মঞ্চে ২৫০ ম্যাচের মাইলস্টোন ছুঁতে চলেছেন এমএস ধোনি appeared first on CricTracker Bengali.

Exit mobile version