Skip to main content

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের বিরুদ্ধে জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে পাকিস্তানকে, মনে করছেন বাবর আজম

Babar Azam. (Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

এশিয়া কাপে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। একের পর এক ম্যাচে বড় জয় তুলে নিচ্ছে তারা। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে নেমেছিল পাকিস্তান। সেখানেও দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছে পাকিস্তান শিবির। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখি্য়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। সাকিব অল হাসানদের বিরুদ্ধে ৭ উইকেটে জয়তুলে নিয়েছিল পাকিস্তান। সেই জয় যে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল তা বলতে দ্বিধা করেননি পাক অধিনায়ক বাবর আজম।

বাংলাদেশের বিরুদ্ধেও পাকিস্তানের বোলাররা ছিলেন দুরন্ত মেজাজে।  তাদের হাত ধরে বাংলাদেশকে মাত্র ১৯১ রানের মধ্যেই শেষকরে দিয়েছিল পাকিস্তান। সেইসঙ্গে নিজেদের সুপার ফোরে জয় দিয়েই যাত্রা শুরু করেছে পাক বাহিনী।  আগামী ১০ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে এই জয়টা  পাকিস্তান শিবিরের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে ১০০ শতাশ নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত এখন  পাক শিবির।

বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য ১৭ রানেই সাজঘরে ফিরেছিলেন বাবর আজম

গ্রুর পর্বেও ভারতের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচেও পাকিস্তানের পেসাররা দুরন্ত মেজাজে ছিলেন। কার্যত তাদের দাপটের সামনে ব্যর্থ হয়ে সাজঘরে পিরতে হয়েছিল ভারতীয় দলের টপ অর্ডারকে।  ঈশান কিষাণও হার্দিক পান্ডিয়ার সেই ম্যাচে হাল না ধরলে ভারত যে১০০ রানের গন্ডীও সেদিন টপকাতে পারত না তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচও পাকিস্তানের পেসাররা ১০ উইকেট তুলে নিয়েছিল ভারতের। সেইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধেও পাকিস্তানের পেসাররা ছিলেন বিধ্বংসী মেজাজে। একইসঙ্গে তাদের ব্যাটাররাও ভাল ছন্দে রয়েছে। শেষ ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ইমাম উল হক, মহম্মদ রিজওয়ানরা। সেই পারফরম্যান্সই ভারতের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান।

বাংলাদশের বিরুদ্ধে জয়ের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে নামার আগে আমরা একেবারেই বাড়তি চাপের মধ্যে নেই। এই জয়টাই আমাদের  আত্মবিশ্বাস আর অনেকটা বাড়িয়ে দিচ্ছে। বড় ম্যাচের জন্য আমরপা সবসময়ই প্রস্তুত রয়েছি। পরবর্তী ম্যাচে আমরা আমাদের ১০০ শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি”।

এবারের এশিয়া কাপে ভারতীয় দলের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের বোলাররা। শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রওফরা ছিলেন দুরন্ত ফর্মে। এবার ফের একবার ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। সেখানেও ফের একবার  পাকিস্তানের বোলারদের সেই পারফরম্যান্স দেখা যায় কিনা তা তো সময়ই বলবে।

The post বাংলাদেশের বিরুদ্ধে জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে পাকিস্তানকে, মনে করছেন বাবর আজম appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

ইন্ডিয়া ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মনিপাল টাইগার্স

Manipal Tigers vs India Capitals. (Photo Source: LLC)লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে ৬ উইকেটে হারাল মনিপাল টাইগার্স। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে এলএলসি...

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এ গম্ভীর-শ্রীশান্ত বিবাদের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানালেন শ্রীশান্তের স্ত্রী

Gautam Gambhir & Sreesanth. ( Image Source: Twitter )লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর এলিমিনেটরে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। এই ম্যাচটি শেষ হওয়ার পর গুজরাট জায়ান্টসের...

টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা পৌঁছল ভারতীয় দল

India Cricket Team. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )অস্ট্রেলিয়ার পর এবার ভারতীয় দলের সামনে লক্ষ্য দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামতে...

“রাজস্থান রয়্যালসকে রিয়ান পরাগের মতো অন্য খেলোয়াড়দেরও বিশ্বাস করা শুরু করতে হবে” – সঞ্জয় মঞ্জরেকর

Sanjay Manjrekar. (Image Source: Twitter)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম সংস্করণে ফাইনাল পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল রাজস্থান রয়্যালস (আরআর)। তবে, আইপিএল ২০২৩-এ লিগ পর্ব থেকে বিদায় নিয়েছিল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন...