
Umar Gul & Saeed Ajmal. ( Image Source: Twitter )
এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপ। চূড়ান্ত ব্যর্থ হয়ে দেশে ফিরতে হয়েছে পাকিস্তানকে। সেই তেকেই গোটা পাকিস্তান ক্রিকেটের খোলনলচে বদলানোর কাজটা শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার আগেই পাকিস্তান সিবিরে বহু পরিবর্তন এসেছে। সেই সিরিজ শুরু হওয়ার আগেই পাকিস্তানের বোলিং কোচের নাম ঘোষমা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্স বোলিং কোচ হিসাবে নিয়ুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার উমর গুল ও স্পিন বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন সঈদ আজমল।
গত সোমবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানেই সুযোগ করে নিয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। এবার পাকিস্তানরের বোলিং কোচিংয়ের দায়িত্বে এলেন আরও দুই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের মঞ্চে এবারে ফেভারিটের তকমা নিয়ে এসেছিল পাক বাহিনী। শুরুটা জয় দিয়ে করতে পারলেও বিশ্বকাপ এগনোর সঙ্গে সঙ্গে তাদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশই নীচের দিকে নামতে শুরু করেছিল। শেষপর্যন্ত লিগ পর্বেই থেমে গিয়েছিল পাকিস্তানের দৌড়।
পাকিস্তানের হয়ে ওডিআই ফর্ম্যাটে ১৭৯টি উইকেট রয়েছে উমর গুলের
ভারতের মাটিতে বিশ্বকাপের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট মহলে। বিশ্বকাপের মাঝেই তাদের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ইঞ্জামাম উল হক। বিশ্বকাপে পাকিস্তানের সফর শেষ হওয়ার পরই পাক বোর্ডে ডামাডোল শুরু হয়ে গিয়েছিল। দেশে ফেরার পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। একইসঙ্গে নির্বাতক কমিটিকে বরখাস্ত করেছিল পাক ক্রিকেট বোর্ড। এরপরই সম্পূর্ণভাবে নতুনভাবে গঠিত হয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। দলের ডিরেক্টর পদে এসেছিলেন মহম্মদ হাফিজ। এবার পাকিস্তানের দুই বোলিং কোচের পদে এলেন উমর গুল ও সঈদ আজমল।
এমন দায়িত্ব পাওয়ার পর উমর গুল জানিয়েছেন,” পাকিস্তান দলের বোলিং কোটের দায়িত্ব নিতে পেরে আমি আপ্লুত এবং সেইসঙ্গে আমি নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি বোর্ডের চেয়ারম্যান আমাকে এই সম্মান দিয়েছেন। পাকিস্তান দলের সঙ্গে অতীতে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের বোলিং পারফরম্যান্সকে বিরাট উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাপ সম্পূর্ণ অভিজ্ঞতা আমি কাজে লাগাবো”।
পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বহু সময়ই ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন উমর গুল। দেশের জার্সিত খেলেছেন ৪৭টি টেস্ট ম্যাচ। সেখানেই তাঁর উইকেট রয়েছে ১৬৩টি। একইসঙ্গে ১৩০টি ওডিআই ম্যাচ খেলে উইকেট রয়েছে ১৭৯টি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর উইকেট রয়েছে ৮৫টি।
The post পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেলেন উমর গুল ও সঈদ আজমল appeared first on CricTracker Bengali.