Skip to main content

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেলেন উমর গুল ও সঈদ আজমল

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেলেন উমর গুল ও সঈদ আজমল

Umar Gul & Saeed Ajmal. ( Image Source: Twitter )

এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপ। চূড়ান্ত ব্যর্থ হয়ে দেশে ফিরতে হয়েছে পাকিস্তানকে। সেই তেকেই গোটা পাকিস্তান ক্রিকেটের খোলনলচে বদলানোর কাজটা শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার আগেই পাকিস্তান সিবিরে বহু পরিবর্তন এসেছে। সেই সিরিজ শুরু হওয়ার আগেই পাকিস্তানের বোলিং কোচের নাম ঘোষমা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্স বোলিং কোচ হিসাবে নিয়ুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার উমর গুল ও স্পিন বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন সঈদ আজমল।

গত সোমবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানেই সুযোগ করে নিয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। এবার পাকিস্তানরের বোলিং কোচিংয়ের দায়িত্বে এলেন আরও দুই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের মঞ্চে এবারে ফেভারিটের তকমা নিয়ে এসেছিল পাক বাহিনী। শুরুটা জয় দিয়ে করতে পারলেও বিশ্বকাপ এগনোর সঙ্গে সঙ্গে তাদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশই নীচের দিকে নামতে শুরু করেছিল। শেষপর্যন্ত লিগ পর্বেই থেমে গিয়েছিল পাকিস্তানের দৌড়।

পাকিস্তানের হয়ে ওডিআই ফর্ম্যাটে ১৭৯টি উইকেট রয়েছে উমর গুলের

ভারতের মাটিতে বিশ্বকাপের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট মহলে। বিশ্বকাপের মাঝেই তাদের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ইঞ্জামাম উল হক। বিশ্বকাপে পাকিস্তানের সফর শেষ হওয়ার পরই পাক বোর্ডে ডামাডোল শুরু হয়ে গিয়েছিল। দেশে ফেরার পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম।  একইসঙ্গে নির্বাতক কমিটিকে বরখাস্ত করেছিল পাক ক্রিকেট বোর্ড। এরপরই সম্পূর্ণভাবে নতুনভাবে গঠিত হয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। দলের ডিরেক্টর পদে এসেছিলেন মহম্মদ হাফিজ। এবার পাকিস্তানের দুই বোলিং কোচের পদে এলেন উমর গুল ও সঈদ আজমল।

এমন দায়িত্ব পাওয়ার পর উমর গুল জানিয়েছেন,” পাকিস্তান দলের বোলিং কোটের দায়িত্ব নিতে পেরে আমি আপ্লুত এবং সেইসঙ্গে আমি নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি বোর্ডের চেয়ারম্যান আমাকে এই সম্মান দিয়েছেন। পাকিস্তান দলের সঙ্গে অতীতে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের বোলিং পারফরম্যান্সকে বিরাট উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাপ সম্পূর্ণ অভিজ্ঞতা আমি কাজে লাগাবো”।

পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বহু সময়ই ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন উমর গুল। দেশের জার্সিত খেলেছেন ৪৭টি টেস্ট ম্যাচ। সেখানেই তাঁর উইকেট রয়েছে ১৬৩টি। একইসঙ্গে ১৩০টি ওডিআই ম্যাচ খেলে উইকেট রয়েছে ১৭৯টি এবং টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর উইকেট রয়েছে ৮৫টি।

The post পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেলেন উমর গুল ও সঈদ আজমল appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারাল মনিপাল টাইগার্স

India Capitals vs Manipal Tigers. (Photo Source: Twitter)লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর ১৩ তম ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারাল হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মনিপাল টাইগার্স। এই টুর্নামেন্টে এটি...

টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ব্যস্ত রাখবেন, মনে করছেন এবি ডি ভিলিয়ার্স

Jasprit Bumrah. (Photo by SAEED KHAN/AFP via Getty Images)দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স মনে করছেন যে আসন্ন টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ব্যস্ত রাখবেন অভিজ্ঞ ভারতীয় পেসার জসপ্রীত...

হার্দিক পান্ডিয়া না থাকলেও গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়নের দাবীদার মনে করছেন ব্র্যাড হগ

Brad Hogg (Photo Source: Twitter)এবারের আইপিএল শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্স শিবির থেকে হার্দিক পান্ডিয়াকে ফের নিজেদের ঘরে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল শুরু...

“এই সিরিজটি রিঙ্কু সিংয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে, তিনি এবার বিভিন্ন ভূমিকা পালন করেছেন” – আকাশ চোপড়া

Rinku Singh. ( Image Source: X(Twitter)অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন রিঙ্কু সিং। প্ৰথম টি-২০ ম্যাচে তিনি ১৪ বলে অপরাজিত ২২ রানের...