Skip to main content

সর্বশেষ সংবাদ

পরভিন্দর আওয়ানা এবং হরভজন সিংয়ের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের হাত ধরে গুজরাট জায়ান্টসকে ১০ উইকেটে হারাল মনিপাল টাইগার্স

পরভিন্দর আওয়ানা এবং হরভজন সিংয়ের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের হাত ধরে গুজরাট জায়ান্টসকে ১০ উইকেটে হারাল মনিপাল টাইগার্স

Manipal Tigers. (Photo Source: Twitter)

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে পার্থিব প্যাটেলের নেতৃত্বাধীন গুজরাট জায়ান্টসকে ১০ রানে হারাল হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মনিপাল টাইগার্স

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট জায়ান্টস। মনিপাল টাইগার্সের দুই ওপেনার রবিন উথাপ্পা এবং চ্যাডউইক ওয়ালটন যথাক্রমে ১৭ বলে ২৩ রান এবং ১২ বলে ১৭ রান করেন।হ্যামিল্টন মাসাকাদজা ১৮ বলে ৩৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ১টি ছয় মারেন। কলিন ডি গ্র্যান্ডহোম এবং কাইল কোয়েটজার স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। গ্র্যান্ডহোম ৬ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, কোয়েটজার ১৩ বলে মাত্র ৯ রান করে নিজের উইকেট হারান।

থিসারা পেরেরা ১৭ বলে ৩২ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১টি চার এবং ৩টি ছয়। অমিতোজ সিং এবং হরভজন সিং ব্যাট হাতে ব্যৰ্থ হন। অমিতোজ ৭ বলে ৬ রান করে আউট হন। অন্যদিকে, হরভজন ৮ বলে মাত্র ৩ রান করেন। ইমরান খান এবং প্রবীণ কুমার যথাক্রমে ১৭ বলে ১৬ রান এবং ৫ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান করে মনিপাল টাইগার্স। রজত ভাটিয়া ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। ট্রেন্ট জনস্টন ২টি উইকেট নেন। রায়দ এমরিত, সরবজিৎ লাড্ডা এবং ঈশ্বর চৌধুরী ১টি করে উইকেট পান।

জ্যাক ক্যালিসের অর্ধশতরানও শেষমেশ গুজরাট জায়ান্টসকে জয় এনে দিতে পারল না

রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে গুজরাট জায়ান্টস। দুই ওপেনার ক্রিস গেইল এবং জ্যাক ক্যালিস মিলে ৭৫ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। গেইল ৭টি চার এবং ১টি ছয় সহ ২৪ বলে ৩৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। ক্যালিস ৪২ বলে ৫৬ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার। রিচার্ড লেভি এবং কেভিন ও ব্রায়েন ব্যাট হাতে ব্যর্থ হন। লেভি ৫ বলে ৫ রান করেন। কেভিন ১০ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। পার্থিব প্যাটেল ২৬ বলে ৩৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ১টি ছয় মারেন।

চিরাগ খুরানা ৪ বলে মাত্র ২ রান করতে সক্ষম হন। ট্রেন্ট জনস্টন এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। রজত ভাটিয়া ৬ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে গুজরাট জায়ান্টস। পরভিন্দর আওয়ানা ৩ ওভারে ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। হরভজন সিং এবং থিসারা পেরেরা যথাক্রমে ৪ ওভারে ১৪ রান এবং ২ ওভারে ৬ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। ইমরান খান ১টি উইকেট পান।

The post পরভিন্দর আওয়ানা এবং হরভজন সিংয়ের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের হাত ধরে গুজরাট জায়ান্টসকে ১০ উইকেটে হারাল মনিপাল টাইগার্স appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

আগামী বছর আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া, ইঙ্গিত জয় শাহ-র

Hardik Pandya. (Photo Source: BCCI/Twitter)রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেই সিরিজে অবশ্য ভারতীয় দলে নেই হার্দিক পান্ডিয়া। গোড়ালীর চোটের জন্য মাঠের বাইরে রয়েছে ভারতীয়...

ডব্লুপিএল ২০২৪ মরসুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড

Mumbai Indians. (Photo Source: Twitter/WPL)গতবারের ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবারের ডব্লুপিওলেও শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই নেমেছিল তারা। হরমনপ্রীত কৌরের নেতৃত্ব মুম্বই ইন্ডিয়ান্স শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে। এবারেও...

ওমেন্স প্রিমিয়ার লিগে অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দামে দল পেলেন কাশভি গৌতম

Kashvee Gautam. ( Photo Source: Twitter )ওমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে এসেই ইতিহাস তৈরি করলেন কাশভি গৌতম। অবাছাই ক্রিকেটার হিসাবে ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন কাশভি গৌতম।  এদিন...

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী

India Team Practice. ( Photo Source: BCCI/Twitter )রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত।  সিরিজ জয়ের পাশাপাশি এই সিরিজ দিয়েই যে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড...