IPL Trophy. (Photo Source: IPL/BCCI)
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে এবার। দেশের মাটিতে আগেই আইপিেলের প্রত্যাবর্তনের খবর পাওয়া গিয়েছিল। গতবারই অবস্য দেশের মাটিতে ফিরেছিল আইপিএল। কিন্তু স্বমহিমায় হয়নি। কয়েকটি স্টেডি.ামেই আয়োজিত হয়েছিল ক্যাশরীচ লিগ। প্রায় চারবছর পর ফের স্বমহিমায় ফিরতে চলেছে এই মরসুমের আইপিএল। আগামী ৩১ মার্চ খথেকে শুরু হতে চলছে। দীর্ঘ চার বছর পর ফের জাঁকজমক উদ্ব্ধোন অনুষ্ঠান দেখা যেতে চলেছে এবারের আইপিএলে। আর এই খবরেই আপ্লুত সকলে। ৩১ মার্চ এক জদাঁকজমক অনুষ্ঠান দিয়েই শুরু হতে চলেছে আইপিএল।
প্রায়চার বছর পর ফের পুরনো ছন্দে দেখা যাবে আইপিএলকে। করোনমার প্রকোপ কাটার পর প্রথমবার এমনভাবে ফের পুরনো ছন্দে ক্যাশ রীচ লিগ। সেই প্রতিযোগিতার বারবারি অন্যতম আকর্ষণের জায়গা হল জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। অবশেষে সেই অনুষ্ঠাণ নিয়েই এবার গ্রীন সিগনাল ভারতীয় ক্রিকেট বোর্ডের। ফের আইপিএলের শুরুর দিন মেতে উঠবে উদ্বোধনী মঞ্চ। আবারো একটা জকমালেো অনুষ্ঠানের স্বাক্ষী থাকবে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এই মরসুমের আইপিএল
গতবার ঘরের মাঠে আইপিএল হলেও তা হয়েছিল অন্য নিয়মে। কয়েকটি স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল আইপিেলের সবকটি ম্যাচ। যদিও প্লেঅফের চিত্রটা বদলে গিয়েছিল। কিন্তু আইপিএলের সেই চেনা উদ্বোধনী অনুষ্ঠান সেবারও ছিল না। করোনা কথা মাখায় রেখেই উদ্বোধনী অনুষ্ঠানে কাটছাট এনেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু এই বছর সবকিছুই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সেইসঙ্গেই আইপিএলের মড্চে আবারও ফিরতে চলেছে জমকালো অনুষ্ঠানও। আইপিএল শুরু সঙ্গে থেকেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মন কেড়েছিল সকলের।
বলিউডের তাবড় তাবড় তারকারাই মঞ্চ মাতিয়ে উদ্বোধন করতেন ক্রিকেট বিনোদনের সবচেয়ে বড় প্রতিযোগিতা। রুপোলী পর্দা েহং কেরিকেটের তারকাদের মিশেলে আইপিএলের মঞ্চে বসত তারকাদের হাট। কিন্তু করোনার প্রভাবেই সেই ধারা বদলে গিয়েছিল। কখনোও দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল। তো কখনও দেশের বাইরে চলে গিয়েছিল আইপিএল। সেইসঙ্গেই বন্ধ হয়েছিল আইপিএলের ঝকঝকে উদ্বোধনী অনুষ্ঠানও। দীর্ঘ চার বছর পর ফের ফিরতে চলেছে সেই উদ্বোনী অনুষ্ঠান।
আগামী ৩১ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে এবারের এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগেই আয়োজিত হতে চেলেছে উদ্বোধনী অনুষ্ঠান। যদিও কোন কোন তারকারা এবার আইপিএলের উদ্বধনী অনুষ্ঠানে থাকতে চলেছেন, তা নিয়ে এখনই সেভাবে কিছু জানা যায়নি। তবে জমকালো অনুষ্ঠান দিয়েই যে উদ্বোধন হতে চলেছে আইপিএলের তা বেশ স্পষ্ট।
The post দীর্ঘ চারবছর পর ফিরছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, সাজো সাজো রব আইপিএল ঘিরে appeared first on CricTracker Bengali.