Skip to main content

জোফরা আর্চারের পরিবর্ত খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিলেন ক্রিস জর্ডান

 জোফরা আর্চারের পরিবর্ত খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিলেন ক্রিস জর্ডান

Jofra Archer and Chris Jordan. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বোলিং নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে। চোটের কারণে জাসপ্রিত বুমরাহ এবং ঝাই রিচার্ডসন এই মরসুমে খেলছেন না। জোফরা আর্চারও চোটের কারণে সবকটি ম্যাচ খেলতে পারেননি। বাকি বোলাররাও এখনও পর্যন্ত তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি।

আইপিএলের ১৬ তম সংস্করণের অবশিষ্ট অংশের জন্য জোফরা আর্চারের পরিবর্ত খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিলেন ক্রিস জর্ডান। তবে জোফরা আর্চারের চোটের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি এমআই। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এই মরসুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে যার মধ্যে ৫টি ম্যাচে প্ৰথম একাদশে ছিলেন আর্চার। এর আগে শোনা গিয়েছিল যে নিজের ডান কনুইতে অস্ত্রোপচার করানোর জন্য বেলজিয়ামে গিয়েছিলেন আর্চার। কিন্তু নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই খবরটি সত্যি নয় বলে জানিয়েছিলেন তিনি। এরপর পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে খেলেছিলেন তিনি। কিন্তু গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে তিনি প্ৰথম একাদশে ছিলেন না।

এই মরসুমে ৫টি ম্যাচ খেলে মাত্র ২টি উইকেট নিয়েছেন জোফরা আর্চার। তার ইকোনমি রেট হল ৯.৫০। এমআইয়ের হয়ে এই মরসুমে জেসন বেহরেনডর্ফ এবং রাইলি মেরেডিথও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। তাদের দলের হয়ে একমাত্র পীযুষ চাওলা বল হাতে অসাধারণ পারফরম্যান্স করছেন। তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৩/২২।

নিজেদের পরবর্তী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স

৯ই মে, মঙ্গলবার, ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই মরসুমে আরসিবির বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ৮ উইকেটে পরাজিত হয়েছিল এমআই। সেই ম্যাচটিতে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস ব্যাট হাতে দুটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কোহলি এবং ডু প্লেসিস যথাক্রমে ৪৯ বলে ৮২* এবং ৪৩ বলে ৭৩ রান করেছিলেন। এই ম্যাচটিতে আগের ম্যাচটির বদলা অবশ্যই নিতে চাইবে রোহিত শর্মার দল।

ক্রিস জর্ডান এখনও পর্যন্ত ২৮টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ২৭টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১১। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি কেমন পারফরম্যান্স করবেন সেটাই এখন দেখার বিষয়।

The post জোফরা আর্চারের পরিবর্ত খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিলেন ক্রিস জর্ডান appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

মহম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে মুগ্ধ সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar. (Photo Source: Gettyimages)দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বিধ্বংসী ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ। আর তাতেই কার্যত আপ্লুত হয়েছেন সকলে। সেঞ্চুরীয়নে তিনি না পারলেও, কেপটাউনে মহম্মদ সিরাজের হাত থেকে এসেছে...

আক্ষেপ নেই বল বিকৃতি কান্ড নিয়ে, স্পষ্টতই জানিয়ে দিলেন ওয়ার্নার

David Warner. ( Image Source: X(Twitter)আক্ষেপ নেই বল বিকৃতি কান্ড নিয়ে, স্পষ্টতই জানিয়ে দিলেন ওয়ার্নার। সিডনিতে জীবনের শেষ টেস্ট খেলতে নামার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার।...

টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় ৯ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি

Virat Kohli. ( Image Source: Twitter )দীর্ঘ দুই বছর পর টেস্ট ক্রম তালিকায় প্রথম দশ জনের মধ্যে জায়গা করে নিলেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত সকলে। শেষ দুই বছরে সেভাবে...

শেষ টেস্ট বিশ্বকাপ জয়ের সমতুল্য, মনে করছেন ডিন এলগার

Dean Elgar. (Photo Source: Sydney Seshibedi/Gallo Images)শেষ টেস্ট জয় নিয়ে বক্তব্য রাখলেন ডিন এলগার। এটা তাঁর কাছে বিশ্বকাপ জয়ের সমতুল্য, এমনটাই মাথায় রেখে কেপটাউনে নামতে চলেছেন ৩৬বছর বয়সী ক্রিকেটার। তাঁর...