Shubman Gill. (Photo by Bradley Kanaris/Getty Images)
নতুন বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। শ্রীলঙ্কা থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। ভারতের বিরুদ্ধে এই সিরিজেই টেস্ট দলে সুযোগ হয়েছে তাঁর। সেখানেও নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই তরুণ ক্রিকেটার শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টেই সেঞ্চুরী ইনিংস খেললেন শুভমন গিল। ঘরের মাঠে প্রথম সেঞ্চুরী ইনিংস খেললেন শুভমন গিল। সেইসঙ্গেই কেরিয়ারের নতুন মাইলস্টোনের মালিক তিনি। দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় ওপেনার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী করলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও প্রথম দুটো টেস্টে অবশ্য শুভমন গিলকে প্রথম একাদশে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও সেখানে লোকেশ রাহুল ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এরপর লোকেশ রাহুলকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান সমালোচনা। শেষপর্যন্ত তৃতীয় টেস্টের আগেই লোকেস রাহুলকে ভারতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জায়গাতেই ইন্দোরে ভারতীয় শিবিরের প্রথম একাদশে ফিরেছিলেন তরুণ ক্রিকটার শুভমন গিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ রানেই থামে শুভমন গিলের ইনিংস
যদিও তৃতীয় টেস্টে বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন শুভমন গিল। কিন্তু আহমেদাবাদ টেস্টে কোনও ভুল করেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসেই সেঞ্চুরী ইনিংস খেলেছেন শুভমন গিল। আর তাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে নয়া রেকর্ডের মালিক হয়েছেন। লোকেশ রাহুলের পরে দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় ওপেনার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেললেন শুভমন গিল। তাঁর আগে এই রেকর্ড ছিল একমাত্র লোকেশ রাহুলের ঝুলিতে। ২০১৫ সালে সিডনিতে এই রেকর্ড গড়েছিলেন লোকেশ রাহুল।
ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে রানের পাহাড় গড়ে তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলকেও যে শুরুটা যথেষ্ট ভালভাবে করতে হত তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন তারকা ক্রিকেটার শুভমন গিল। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল এদিন রানের ঝলক। অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চিরী পেয়েছেন শুভমন গিল। সেইসঙ্গেই এই বছর তিন ফর্ম্যাটেই সেঞ্চুরী পেলেন শুভমন গিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৪ বলে সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। সেই রানকেই এবার বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সেঞ্চুরী পাওয়ার সঙ্গেই ভারতীয় ওপেনার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়া রেকর্ডের মালিক শুভমন গিল। ঘরের মাঠে টেস্টে প্রথম সেঞ্চুরীতে ১২৮ রানেই থামলেন শুভমন গিল।
The post ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরী করে অজিদের বিরুদ্ধে ভারতীয় ওপেনার হিসাবে নয়া রেকর্ড শুভমন গিলের appeared first on CricTracker Bengali.