Skip to main content

গুজরাত টাইটান্সের জার্সিতে ইডেনের বাইশগজে ব্যর্থ হয়েই ফিরতে হল ঋদ্ধিমান সাহাকে

 গুজরাত টাইটান্সের জার্সিতে ইডেনের বাইশগজে ব্যর্থ হয়েই ফিরতে হল ঋদ্ধিমান সাহাকে

Wriddhiman Saha. ( Image Source: Twitter )

ইডেন গার্ডেন্স তাঁর ঘরের মাঠ। যদিও আইপিএলের সূত্রে শেষ দুই বছর ধরে ঋদ্ধিমান সাহার ঘরের মাঠ আহমেদাবাদের নরকেন্দ্র মোদী স্টেডিয়াম।  শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। শুভমন গিলের সঙ্গে সেই ম্যাচে যে ঋদ্ধিমান সাহার দিকেও নজর ছিল সকলের, তা বলার অপেক্ষা রাখে না। শুভমন গিল এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেছিলেন। সেখানেই ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হলেন ঋদ্ধিমান সাহাও।

ঘরোয়া ক্রিকেটেই ইডেন গার্ডেন্স এখন ঋদ্ধিমান সাহার ঘরের মাঠ নয়। সিএবি  ছেড়ে ঋদ্ধিমান সাহার নতুন গন্তব্য এখন ত্রিপুরা ক্রিকেট। গত বছরই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিেন ঋদ্ধিমান সাহা। ২০২২ সালের আইপিএল নিলামে কলকতাতা নাইট রাইডার্স ঘরের ছেলেক নেওয়ার জন্য ঝাপায়নি। সেখানেই শেষপর্যন্ত আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সে গিয়েছিলেন তিনি। প্রথমবারই নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ঋদ্ধিমান সাহা। এবারো ওপেনিংয়ে আক্রমণাত্মক পারফরম্যান্স দেখানোই অন্যতম লক্ষ্য রয়েছে ঋদ্ধিমান সাহা।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ বলে ১০ রান করেছিলেন ঋদ্ধিমান সাহা

ইডেন গার্ডেন্স তাঁর ঘরের মাঠ হলেও আইপিলের মঞ্চে মোতেরাই যে তাঁর ঘরের মাঠ এবং ইডেনের ম্যাচ যে তাঁর কাছে অ্যাওয়ে তা বলতে দ্বিধা করেননি ঋদ্ধি্মান সাহা।  মুখে এই কথা বললেও, ইডেন গার্ডেন্সে যে তিনিও বড় রানের অপেক্ষাতেই ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষপর্যন্ত তা হল না। ইডেন গার্ডেন্সেও আক্রমণাত্মক  শুরু করতে গিয়ে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছে ঋদ্ধিমান সাহাকে।

ইডেন গার্ডেন্স ঋদ্ধিমান সাহার ঘরের মাঠ হলেও, খালি হাতেই এদিন মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। তাও যে এদিন শুরুটা খুব একটা ভালভাবে করতে পেরেছে তাও কিন্তু নয়।  ১০ বলে ১০ রান করেই সাজঘরে ফিরতে হয়েছে ঋদ্ধিমান সাহাকে।  মাত্র একটিই বাউন্ডারি মারতে পেরেছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএললে গুজরাত টাইটান্সের হয়ে আক্রমণাত্মক শুরুর করার চেষ্টা করলেও  এখনও পর্যন্ত কোনও মাঠেই বড় রান করতে পারেননি তিনি। ইডেন গার্ডেন্স ঋদ্ধিমান সাহার চেনা মাঠ। সেখানেই তাঁর ব্যাট থেকে বড় রানের প্রত্যাশা ছিল সকলের।

কিন্তু ইডেনের বাইশ গজে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছে ঋদ্ধিমান সাহাকে। এবারের আইপিেলে ৭ টি ম্যাচ খেলে গুজরাত টাইটান্সের জার্সিতে এখনও পর্যন্ত ১৪১ রান করতে পেরেছেন ঋদ্ধিমান সাহা।

The post গুজরাত টাইটান্সের জার্সিতে ইডেনের বাইশগজে ব্যর্থ হয়েই ফিরতে হল ঋদ্ধিমান সাহাকে appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

ইন্ডিয়া ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মনিপাল টাইগার্স

Manipal Tigers vs India Capitals. (Photo Source: LLC)লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে ৬ উইকেটে হারাল মনিপাল টাইগার্স। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে এলএলসি...

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এ গম্ভীর-শ্রীশান্ত বিবাদের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানালেন শ্রীশান্তের স্ত্রী

Gautam Gambhir & Sreesanth. ( Image Source: Twitter )লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর এলিমিনেটরে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। এই ম্যাচটি শেষ হওয়ার পর গুজরাট জায়ান্টসের...

টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা পৌঁছল ভারতীয় দল

India Cricket Team. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )অস্ট্রেলিয়ার পর এবার ভারতীয় দলের সামনে লক্ষ্য দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামতে...

“রাজস্থান রয়্যালসকে রিয়ান পরাগের মতো অন্য খেলোয়াড়দেরও বিশ্বাস করা শুরু করতে হবে” – সঞ্জয় মঞ্জরেকর

Sanjay Manjrekar. (Image Source: Twitter)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম সংস্করণে ফাইনাল পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল রাজস্থান রয়্যালস (আরআর)। তবে, আইপিএল ২০২৩-এ লিগ পর্ব থেকে বিদায় নিয়েছিল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন...