Skip to main content

সর্বশেষ সংবাদ

ইশান কিষান নন, ডাব্লুউটিসির ফাইনালে কেএস ভরত খেলার সুযোগ পাবেন বলে মনে করছেন দীনেশ কার্তিক

Dinesh Karthik and KS Bharat. (Photo Source: Twitter)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালে বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ে থাকা এক নম্বর দল ভারত এবং দুই নম্বর দল অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। ভারত প্ৰথম একাদশে উইকেটরক্ষক হিসেবে কাকে সুযোগ দেবে সেটা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ঋষভ পন্থ। সেই দুর্ঘটনায় চোট পাওয়ার কারণে তিনি বর্তমানে উপলব্ধ নেই। অন্যদিকে, কেএল রাহুল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান। সে কারণে তিনিও ডাব্লুউটিসির ফাইনালে খেলতে পারবেন না। তিনি উপলব্ধ থাকলে তাকে দিয়ে উইকেটকিপিং করানোর কথা ভাবতে পারত ভারতীয় দল।

কেএল রাহুল ডাব্লুউটিসির ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ইশান কিষানকে তার পরিবর্ত খেলোয়াড় হিসেবে বেছে নেয় ভারত। অনেকে মনে করেছিলেন যে ঋদ্ধিমান সাহা সুযোগ পাবেন, কিন্তু শেষমেশ তা হয়নি। ডাব্লুউটিসির ফাইনালের জন্য ভারতীয় দলে দুজন উইকেটরক্ষক রয়েছেন, একজন হলেন কেএস ভরত এবং অপরজন হলেন ইশান কিষান।

অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করছেন যে ইশান কিষানকে না খেলিয়ে কেএস ভরতকেই প্ৰথম পছন্দ হিসেবে বেছে নেবে ভারতীয় দল। ইশান কিষান আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত একটিও টেস্ট ম্যাচ খেলেননি। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার অভিষেক হলে সেটি একটু বেশিই আশ্চর্যজনক হবে বলে মনে করছেন কার্তিক।

দ্য আইসিসি রিভিউতে দীনেশ কার্তিক বলেন, “আমি মনে করি ভরত একজন সহজ সরল পছন্দ হবেন কারণ ইশান কিষানকে তার অভিষেক এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি একটি টেস্ট ম্যাচ খেলানোটা একটু বেশিই আশ্চর্যজনক হবে।”

৭ই জুন থেকে ডাব্লুউটিসির ফাইনাল ম্যাচ শুরু হবে

৭ই জুন থেকে লন্ডনের দ্য ওভালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ডাব্লুউটিসির ফাইনাল ম্যাচটি শুরু হবে। ভারত এই নিয়ে টানা দুইবার ডাব্লুউটিসির ফাইনালে খেলবে। ভারত শেষ ১০ বছরে একটিও আইসিসি ট্রফি জিততে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি জিতে ট্রফির এই খরা অবশ্যই কাটিয়ে উঠতে চাইবে ভারতীয় দল।

এই বছরেই অস্ট্রেলিয়াকে নিজেদের ঘরের মাঠে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই ঘটনারই পুনরাবৃত্তি করতে চাইবে ভারতীয় দল।

The post ইশান কিষান নন, ডাব্লুউটিসির ফাইনালে কেএস ভরত খেলার সুযোগ পাবেন বলে মনে করছেন দীনেশ কার্তিক appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাই সুধারসানের সুদৃশ্য ইনিংসের সৌজন্যে আইপিএল ফাইনালের সর্বোচ্চ স্কোর খাড়া করল গুজরাত টাইটান্স

Sai Sudharsan। (Photo Source: IPL/BCCI)গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স আইপিএল ২০২৩ ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের উপরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল। ওপেনিং জুটিতে ৬৭ রান ওঠার পরে শুবমান...

বিরাট কোহলির একটি আইপিএল মরসুমে সবথেকে বেশিবার ৩০+ রান করার রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: IPL)২৯শে মে, সোমবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হয়েছে হার্দিক...

ট্রলকে উপেক্ষা করার উপায় জানালেন প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমন গিল

Shubman Gill. ( Image Source: IPL/BCCI )বিশ্বজুড়ে অনেক মানুষকেই ট্রলের শিকার হতে হয়, বিশেষ করে যারা নিজ নিজ কাজে সফলতা অর্জন করে জনপ্রিয় হয়ে ওঠে। ভারতের অনেক ক্রিকেটারই ট্রলের শিকার...

শুভমন গিলকে ছেড়ে দেওয়া কেকেআরের সবথেকে বড় ভুল ছিল, এমনটাই মনে করছেন স্কট স্টাইরিস

Shubman Gill. ( Image Source IPL )ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ অসাধারণ ফর্মের প্রদর্শন করেছেন গুজরাট টাইটান্সের (জিটি) প্রতিভাবান ওপেনিং ব্যাটার শুভমন গিল। তিনি এই মরসুমে এখনও অবধি ১৬টি ইনিংস...