Skip to main content

সর্বশেষ সংবাদ

অধিনায়ক হিসাবে ওডিআই ফর্ম্যাটে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

Babar Azam. (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

এশিয়া কাপের মঞ্চে আগামী  রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচ ঘিরো এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।  তার আগেই বিরকাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তান তারকা অধিনায়ক বাবর আজম। যদিও গত ম্যাচেবাংলাদেসের বিরুদ্ধে বড় রান করতে পারেননি তিনি। মাত্র ১৭ রানেই সাজঘরে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। বড় রান না পেলেও বিরাট কোহলির রেকর্ড ভাঙতে খুব একটা বেশী অসুবিধা হয়নি বাবর আজমের। ওডিআই ফর্ম্যাটে অধিনায়ক হিসাবে দ্রুততম ২০০০ রান করলেন বাবর আজম।

এবারের এশিয়া কাপের শুরুটাই সেঞ্চুরী দিয়ে করেছেন বাবর আজম। প্রথম ম্যাচেই নেপালের বিরুদ্ধে ১৫১ রান করেছেন এই তারকা ক্রিকেটার। সপরের ম্যাচেই ভারকের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। বৃষ্টিতে সেই ম্য়াচ ভেস্তে যাওয়ার ফলে ব্যাটিংয়ের সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধেও অবশ্য সেভাবে নিজের পারফরম্যান্স করতে পারেননি তিনি। সেই ম্যাচে মাত্র ১৭ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ২৮ বর্ষীয় এই তারকা ক্রিকেটারকে। বড় রান করতে না পারলেও রেরর্ড গড়তে খুব একটা বেশী অসুবিধা হয়নি বাবর আজমের।

এশিয়া কাপের প্রথম ম্যাচেই ১৫১ রানের ইনিংস খেলেছিলেন বাবর আজম

ওডিআই ফর্ম্যাটে অধিনায়ক হিসাবে দ্রুততম ২০০০ রানের মালিক এখন বাবর আজম। তাঁর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩৬ টি ইনিংস খেলে অধিনায়ক হিসাবে সেই রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ৩১ ইনিংসেই সেই রেকর্ডের মালিক এখন বাবর আজম। ভারতের বিরুদ্ধে নামার আগে  এই রেকর্ড যে বাবর আজমের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

২০১৯ সালে পাকিস্তানের ওডিআই ফর্ম্যাটের নেতৃ্ত্বের দায়িত্ব উঠেছিল বাবর আজমের কাঁধে। সেই থেকেই নিজের সেরা পারফর্ম্যান্স দেখানো শুরু করেছেন এই তারকা ক্রিকেটার। মাত্র চার বছরের মধ্যেই অদিনায়ক হিসাবে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন পাক অধিনায়ক বাবর আজম। এই মুহূর্তে ও়ডিআই তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন বাবর আজম।

এবারের এশিয়া কাপেও দুরন্ত পারফরম্যান্স দিয়েই যাত্রা শুরু করেছেন বাবর আজম। নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এইঅ মুহূর্তে এশিয়া কাপের মঞ্চে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আদগামী ১০ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। সেখানেও বাবর আজমের সেরা পারফরম্যান্স দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

The post অধিনায়ক হিসাবে ওডিআই ফর্ম্যাটে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

ইন্ডিয়া ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মনিপাল টাইগার্স

Manipal Tigers vs India Capitals. (Photo Source: LLC)লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে ৬ উইকেটে হারাল মনিপাল টাইগার্স। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে এলএলসি...

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এ গম্ভীর-শ্রীশান্ত বিবাদের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানালেন শ্রীশান্তের স্ত্রী

Gautam Gambhir & Sreesanth. ( Image Source: Twitter )লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর এলিমিনেটরে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। এই ম্যাচটি শেষ হওয়ার পর গুজরাট জায়ান্টসের...

টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা পৌঁছল ভারতীয় দল

India Cricket Team. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )অস্ট্রেলিয়ার পর এবার ভারতীয় দলের সামনে লক্ষ্য দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামতে...

“রাজস্থান রয়্যালসকে রিয়ান পরাগের মতো অন্য খেলোয়াড়দেরও বিশ্বাস করা শুরু করতে হবে” – সঞ্জয় মঞ্জরেকর

Sanjay Manjrekar. (Image Source: Twitter)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম সংস্করণে ফাইনাল পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল রাজস্থান রয়্যালস (আরআর)। তবে, আইপিএল ২০২৩-এ লিগ পর্ব থেকে বিদায় নিয়েছিল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন...