BJ Sports – Cricket Prediction, Live Score

লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন লখনউ সুপার জায়ান্ট মেন্টর গৌতম গম্ভীর

 লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন লখনউ সুপার জায়ান্ট মেন্টর গৌতম গম্ভীর

#image_title

Gautam Gambhir. (Photo Source: IPL/BCCI)

হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এররই শুরু হচ্ছে আইপিএল। ইতিমদ্যেই আইপিএল ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। গতবারই প্রথমবার আইপিএের মঞ্চে অভিষেক হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। প্রথমবারই প্লেঅফের ছাড়পত্র যোগার করে ফেলেছে তারা। যদিও শেষপর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট তুলতে পারেনি। কিন্তু প্রথম পর্বে লোকেশ রাহুলের হাত ধরে ভাল পারফ্যান্সি প্রদর্শন করেছিল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু এবার লোকেশ রাহুলের পারফরম্যান্স গ্রাফ অনেকটাই নীচে। যদিও তা নিয়ে চিন্তিত নন গৌতম গম্ভীর। বরং তাঁর পাশেই দাঁড়াচ্ছেন তিনি।

সম্প্রতি একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না লোকেশ রাহুল। গতবছরের আইপিএলের পরই চোট পেয়ে মাঠের বাইরে গিয়েছিলেন তিনিয। প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকার পরই ভারতীয় দলে প্রত্যাবর্তব হয়েছিল েই তারকা ক্রিকেটারের। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়েই ভারতীয় দলে ফিরেছিলেন লোকেশ রাহুল। কিন্তু নিজের পারফরম্যান্স সেভাবে প্রদর্শন করতে পারেননি তিনি। এমনকী এশিয়া কাপেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন লোকেশ রাহুল।

গতবার লখনউ সুপার জায়ান্টসের হয়ে জোড়া সেঞ্চুরী হয়েছিল লোকেশ রাহুলের

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত লোকেশ রাহুলের পারফর্ম্যান্সের গ্রাফ যে খুব একটা উর্ধ্বমুখী তা কখনোই বলা যাবে না। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনেপ সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানে অবশ্য প্রথম ম্যাচে বড় রান পেয়েছেন লোকেশ রাহুল। তাঁর ৭৫ রানে ভর করেই জিতেছিল ভারতীয় দল। যদিও তার আগেই টেস্ট সিরিজ থেকে খারাপ ফর্মের জন্য বাদ পড়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু গৌতম গম্ভীর লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন।

গতবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। সেই উদাহরণ টেনে এনেই গৌতম গম্ভীর জানিয়েছেন, “এমন একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা হচ্ছে যে ইতিমধ্যেই ৪ থেকে ৫ টি সে়ঞ্চুরী করে ফেলেছেন। এমনকী শেষ মনরসুমেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল। এখানে অনেকরকমের লোকই রয়েছে। কখনোও কখনোও কিছু প্রাক্তন ক্রিকেটাররাও অ্যাক্টিভ থাকার জন্য মশলা খোঁজেন। সেজন্যই ক্রিকেটারদের সমালোচনা শুরু হয়। আমার মনে হয় লোকেশ রাহুল এমন ধরণের একজন ক্রিকেটার যে কখনোই কোনওরকম চাপে পড়েন না। একজন ক্রিকেটারকে দিয়ে কখনোই ম্যাচ জেতা সম্ভব নয়”।

গতবারের আইপিএলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০ রানের গন্ডী টপকেছিলেন তিনি। শুধু তাই নয়, জোড়া সেঞ্চুরীও এসেছিল লোকেশ রাহুলের ব্যাটে। এবারও চাঁর ওপরই ভরসা করছেন গৌতম গম্ভীর।

The post লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন লখনউ সুপার জায়ান্ট মেন্টর গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.

Exit mobile version