Skip to main content

সর্বশেষ সংবাদ

গুজরাত জায়ান্টসের প্রথম তিনের মধ্যে থাকার সম্ভাবনা নিয়ে আশাবাদী মিতালী রাজ

গুজরাত জায়ান্টসের প্রথম তিনের মধ্যে থাকার সম্ভাবনা নিয়ে আশাবাদী মিতালী রাজ

Mithali Raj. (Photo by Ashley Allen – ECB/ECB via Getty Images)

ডব্লুপিএলের মঞ্চে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি গুজরাত জায়ান্টস। মহিলাদের আইপিএলের জন্য তারকাখচিত দল গঠন হলেও ডব্লুপিএলের মঞ্চে কিন্তু একটিই জয় তুলতে পেরেছে এখনও পর্যন্ত গুজরাত জায়ান্টস। সেই দলেরই মেন্টরের দায়িত্বে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজ। দলের খারাপ পারফরম্যান্সের কথা মেনে নিতে কোনও দ্বিধা নেই মিতালী রাজের। কিন্তু এখনই তাদের দলের প্রথম তিনে থাকার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন মিতালী রাজ। অল্প হলেও তাদের সামনে সুযোগ রয়েছে বলেই মনে করছেন গুজরাত জায়ান্টসের মেন্টর।

ডব্লুপিএলের প্রথম ম্যাচেই এবার নেমেছিল গুজরাত জায়ান্টস। কিন্তু প্রথম ম্যাচ থেকেই বড় ধাক্কা লেগেছিল গুজরাত জায়ান্টস শিবিরে। এবারের মহিলাদের আইপিএল সুরু হওয়ার আগে বেখথ মুনিকেই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিল গুজরাত জায়ান্টস। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ারক আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি বেথ মুনি। এরপর তো গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন তিনি। বেথ মুনির জায়গাতেই গুজরাত জায়ান্টস শিবিরে এসেছেন লরা উলভার্ট।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে গুজরাত জায়ান্টস

যদিও এখনও  পর্যন্ত মহিলাদের আইপিএলে গুজরাকত জায়ান্টস নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছে। পাঁচ দলের প্রতিযোগিতাতে চার নম্বরে রয়েছে গুজরাত জায়ান্টস। সম্ভাবনা ক্ষীণ থাকলেও তাদের  তিন নম্বরে উঠে আসার সম্ভাবনা একেবারেই নেই বলে মানতে পারছেন না মিতালী রাজ। তবে রাস্তাটা যে যথেষ্ট কটিন তা বলার অপেক্ষা রাখে না। এখথনও পর্যন্ত গোটা প্রতিযোগিতায় মাত্র একটি ম্যাচই জিতেছে গুজরাত জায়ান্টস।

এই প্রসঙ্গে মিতালী রাজ জানিয়েছেন, “সত্যি কথা বলে কী প্রথম লেগে মাত্র একটি ম্যাচ জেতা, সেটা আমরা একেবারেই প্রত্যাশা করিনি। তবে প্রতিযোগিতা এখনও অনেকচটা বাকি রয়েছে। সেখানে আমাদের প্রথম তিনের মধ্যে উঠে আসার সম্ভাবনাও রয়েছে। আসন্ন ম্যাচ গুলোতে আমাদের সেরা পারফরম্যান্স দেখানোর লক্ষ্যেই রয়েছি আমরা।  একইসহ্গে আরেকটা জিনিসও বুঝচে হবে যে আমাদের দলে বেশকিছু চোট আঘাত রয়েছে। যেকটা ম্যাচ সামনে রয়েছে সেখানে আমাদের হাতে থাকা সেরা রসদগুলোকেই ব্যবহার করতে হবে”।

বেথ মুনিরক মতো ক্রিকেটারের ছিটকে যাওয়াটা যে গুজরাত জায়ান্টস শিবিরে একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাতেই এখন গুজরাত জায়ান্টসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন স্নেহ রানা। শেষপর্যন্ত মিতালী রাজের প্রত্যাশা পুরণ হয় কিনা সেটাই এখন দেখার।

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...