BJ Sports – Cricket Prediction, Live Score

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুনীবার শতক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুনীবার শতক

Muniba's century in the Women's T20 World Cup

টি – টোয়েন্টি ক্রিকেটে পুরুষদের সেঞ্চুরি এখন অনেকটাই স্বাভাবিক ব্যাপার। পুরুষ ক্রিকেটাররা  তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে যান প্রায়ই। কিন্তু নারীদের ক্রিকেটে তা খুব কম সময়ই দেখা যায়। তবে পাকিস্তানি ব্যাটসম্যান মুনীবা আলি যেন বিধ্বংসী রূপ ধারণ করলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। নিজে তো শতক হাঁকালেনই, সেই সঙ্গে দলকেও জেতালেন তিনি। ম্যাচসেরার পুরস্কার জিতে, তা সতীর্থদের সবাইকে উৎসর্গ করে দিয়েছেন মুনীবা।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। সেই ম্যাচেই আগে ব্যাটিং করে শতক হাঁকিয়েছেন মুনীবা। পাকিস্তানি ওপেনার ৬৮ বলে ১০২ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪টি চারের সাহায্যে। শত রানের ইনিংসে কোনো ছক্কা হাঁকাননি এই বাঁহাতি ব্যাটসম্যান। এ নিয়ে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে, বিশ্বকাপে শতক হাঁকানোর কৃতিত্ব দেখালেন মুনীবা।

ম্যাচসেরা হয়ে মুনীবা বলেন, ” আমি যখন ব্যাটিং করেছি, তখন মনে হয়েছে শতকের দেখা পাবো। সতীর্থরাও খুব সাহায্য করেছে। আমার এই অর্জনে, আমার সতীর্থরা সবাই খুব খুশি। আমি নিজেও অনেক আনন্দিত। আমার এই পুরস্কার (ম্যাচসেরা) আমাদের অধিনায়ক এবং দলের সবাইকে উৎসর্গ করছি। আমরা গত ম্যাচে হেরেছি। এই ম্যাচে জয় পেলাম। এখন আমরা সবাই খুবই খুশি। “

এদিলে মুনীবার এমন পারফরম্যান্সের প্রশংসা করলেন বিসমাহ মারুফও। সতীর্থের এমন অবিশ্বাস্য ইনিংসটি, বিশেষভাবে উদযাপন করার কথাও জানান পাকিস্তানি অধিনায়ক। বিসমাহ বলেন, ” সে (মুনীবা) দারুণ ব্যাটিং করেছে। আমি তাকে বলেছি, সময় নিয়ে খেলতে। সে সফল হয়েছে। আমরা তার এমন অর্জন কেক কেটে উদযাপন করবো। হোটেলে সবাই মিলে শতকটি স্মরণীয় করবো। “

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে কখনো শতকের দেখা পাননি মুনীবা। প্রথম শতক, তাও আবার বিশ্বমঞ্চে। তার এমন পারফরম্যান্স দলের জন্য যেমন ভালো, তেমনি নিজের জন্য উপকারী। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে ব্যাট হাতে এমন ফর্মে থাকা  মুনীবাকেই চাইবে তার দল। এই ওপেনারও সবার প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিশীল। জানালেন, দলকে জেতাতে তার চেষ্টার কমতি নেই। এদিকে মুনীবার এমন অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Exit mobile version