BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

Fixing proposal to Bangladeshi cricketer in World Cup

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে দলের পারফরম্যান্স মোটেই স্বস্তিকর নয়। প্রথম দুই ম্যাচে ইতোমধ্যেই শ্রীলংকা এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে বসেছে বাঘিনীরা। এরমধ্যে আরো একটি দুঃসংবাদ পেলো বাংলাদেশ  নারী  ক্রিকেট দল । ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন এক বাংলাদেশি ক্রিকেটার। সেই প্রস্তাবটাও পেয়েছেন আবার আরেক বাংলাদেশি নারী ক্রিকেটারের কাছ থেকে। এটা নিয়েই এখন তোলপাড় চলছে বাংলাদেশের ক্রিকেটে  

তবে সেই ফিক্সিং প্রস্তাবের বিষয়টি গোপন থাকলো না। ফাঁস হয়ে গেছে বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটার এবং প্রস্তাব দেওয়া ক্রিকেটারের ফোনালাপ। ফোনালাপে শোনা গেছে, ” একজন আরেকজনকে বলছে,  আমি তোমাকে জোর করবো না। খেলবা কি খেলবা না, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে এই ম্যাচেও খেলতে পারো। একটা ম্যাচে তুমি ভালো খেললে, পরের ম্যাচে (ম্যাচ পাতানো) তুমি খেলতে পারো। তাহলে এটা ধরা পড়বে না। “।

অবশ্য সেই প্রস্তাবে রাজি হননি প্রস্তাব পাওয়া সেই বাংলাদেশি ক্রিকেটার। পরবর্তীতে এমন ফিক্সিংয়ের প্রস্তাব না দেওয়ার জন্য অনুরোধও করেন তিনি। তার কন্ঠে শোনা যায়, ” না বান্ধুবী। এসব প্রস্তাব (ফিক্সিং) আমাকে আর দিও না। আমি এসবের মধ্যে নেই। দয়া করে, আমাকে আর এসব কথা বলিও না। আমাকে দিয়ে এসব কাজ হবে না। আমাকে দ্বিতীয়বার ফিক্সিংয়ের কথা বলিও না। তোমার কাছে অনুরোধ। “

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ” দুর্নীতির বিষয়টি দেখার জন্য আইসিসির আলাদা কমিটি আছে। আমাদের ক্রিকেটাররা এ বিষয়ে অবগত, কি করতে হবে ওরা জানে। যদি কেউ এমন প্রস্তাব দিয়ে থাকে, ক্রিকেটাররা আইসিসিকে জানাবে। এ বিষয়ে আপাতত আমরা (বিসিবি) কোনো মন্তব্য করতে পারি না। “

উল্লেখ্য, ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া সেই ক্রিকেটারের নাম জানা যায়নি। বিষয়টি যেহেতু ইতোমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে, সেহেতু আইসিসির কানে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। তবে আইসিসি বিষয়টি কিভাবে নেয়, সেটাই দেখার বিষয়। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে দলের খারাপ পারফরম্যান্সের মধ্যে এমন দুঃসংবাদ, নিশ্চয়ই ক্রিকেটারদের জন্য একটি মানসিক চাপ। সেই চাপ কাটিয়ে ভালো করাই এখন টিম বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কতোটা মোকাবেলা করতে পারবে দল এটাই এখন কোটি টাকার প্রশ্ন। যদিও দলের অধিনায়ক বলেছেন বিশ্বকাপে সেমিফাইনাল খেলা তাদের লক্ষ্য।

Exit mobile version