BJ Sports – Cricket Prediction, Live Score

আম্পায়ারিং নিয়ে বিপিএলে পুনরায় বিতর্ক শুরু

আম্পায়ারিং নিয়ে বিপিএলে পুনরায় বিতর্ক শুরু

বিপিএল শুরু হওয়ার আগেই জানা যায়, এবারের আসরে ডিআরএস থাকবে না। আর থাকলেও সেটা প্রথম দিকে না। তবে এমন ডিআরএস থেকেই বা লাভ কি, যেখানে টিভি রিপ্লে দেখেও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়? এমন প্রশ্নই এখন উঠছে বিপিএলকে ঘিরে। খালি চোখে নটআউট দেখা গেলেও থার্ড আম্পায়ার টিভি দেখে কীভাবে ভুল আউট দিলেন এমন প্রশ্ন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। 

শনিবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। এই ম্যাচে  আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে উঠছে নানা কথা। প্রথম ভুল সিদ্ধান্তটা ফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খানের। তিনি বরিশালের পাকিস্তানি পেসার ইফতেখার আহমেদের বলে কুমিল্লার জাকের আলীকে ভুল লেগবিফোরের  সিদ্ধান্ত দেন। বল লেগ স্টাম্পের বাইরে পিচ করলেও তিনি আউট দেখান। এরপর টিভি রিপ্লেতেও দেখা যায় বল লেগস্টাম্পের বাইরে পিচ করেছে। 

এরপর প্রশ্ন উঠেছে, খালি চোখে ভুল হতেই পারে, কিন্তু টিভি রিপ্লে দেখে কীভাবে ভুল সিদ্ধান্ত দেওয়া হয়? টিভি আম্পায়ার তানভীর আহমেদ রিপ্লে দেখেও আউট দিয়ে দেন। আর এরপরেই  অনেকে দাবি করছে তাহলে ডিআরএসের দরকার কী? মাঠের খেলা দেখেই সিদ্ধান্ত নিলে হয়। এ নিয়ে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মুখেও শোনা গেছে একরাশ হতাশা। 

সংবাদমাধ্যমে তিনি বলেন, ” মাঠে সবাই দেখেছেন কি হয়েছে৷ এই  মুহুর্তে আমি আসলে কিছু বলতে পারবো না। এটা নিয়ে বিতর্ক অনেক চলছে। আমি শুরুতেই বলেছিলাম একটা – দুইটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। ম্যাচে যা হয়েছে তা আমরা কেউ প্রত্যাশা করিনি। এসব কারনেই বিপিএল নিয়ে এত বিতর্ক, সিদ্ধান্তগুলো যদি আরেকটু চিন্তাভাবনা করে দেওয়া হয়, তাহলে সেটা সবার জন্যই  ভালো। নতুবা আম্পায়ারিং নিয়ে বিতর্ক আরো বাড়বে “। 

খালি চোখে নট আউট দেখলেও টিভি আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে বলে দাবি করেন সালাউদ্দিন। তবে এখানে প্রতিবাদ করেও লাভ নেই বলে মনে করেন তিনি। মাঠে শোরগোল করলে সাসপেন্ড করে দিবে বলেও আশংকা প্রকাশ করেন তিনি। সালাউদ্দিন বলেন, ” ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত বিতর্কিত ছিলো। খালি চোখে যেটা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে কি করতে পারি? সবাই আসলে দেখেছে মাঠে এসব কি হচ্ছে। আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিৎকার করি সবাই কি এটা  চান? তাহলে সাসপেন্ড করে দেবে, আসলে আমাদের কিছু করার নেই। “

মোহাম্মদ সালাউদ্দিন আরো দাবি করেন, প্রথম ম্যাচেও আম্পায়ারের একটি সিদ্ধান্ত ভালো হয়নি। এরপর দ্বিতীয়বার আবার এমনটা হলো। বিপিএলে তাই ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো মনে করছেন তিনি। এই প্রসঙ্গে সালাউদ্দিন আরো বলেন, ” এসব কারনেই বিপিএলের মান কমে যাচ্ছে।  এই ধরনের ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। অহেতুক বিতর্ক বাড়ে৷ আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। অথচ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিলো।দুঃখজনক ব্যপার “।

আগের আসরগুলোতেও বিপিএল নিয়ে বিতর্কের ঘটনা কম নয়। বিসিবি চেয়েছিলো এবার বিতর্ক মুক্ত বিপিএল করতে। কিন্ত পরিস্থিতি যা দাড়িয়েছে তাতে সামনে আরো নতুন কি বিতর্কের সৃষ্টি হয়, সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version