
চলতি বছরের হজ্ব পালন করতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যাচ্ছেন মুশফিকুর রহিম, এ খবরটা আগেই গণমাধ্যমকে জানিয়ে ছিলেন তিনি। অবশেষে শনিবার হজ্ব পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন তিনি। সেখানে পৌঁছানোর পর নিজের ফেইসবুক পেইজে একটি ছবি শেয়ার করে, সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার।
গত ১ জুলাই সৌদি আরবের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করেন মুশফিক। পবিত্র হজ্ব পালনের প্রধাণ শর্ত, ইহরাম বাঁধা। মুশফিকের প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, ইহরাম বাঁধা অবস্থায় পবিত্র কাবা শরিফের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন তিনি। এর আগে ওমরাহ হজ্ব পালন করলেও এবারই প্রথম প্রধাণ হজ্ব পালন করছেন মুশফিক।
এবার পবিত্র হজ্ব পালন করার জন্য বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছে টিম বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান । তাকে ছাড়া অবশ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খুব একটা ভালো অবস্থানে নেই টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে এসেও সেই ব্যর্থতার ছাপ কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।
এদিকে হজ্ব পালনের জন্য দেশ ত্যাগ করার আগে ব্যস্ত সময় পার করেছেন মিস্টার ডিপেন্ডেবল। নিজের ব্যক্তিগত কাজ সামলেছেন, ফিটনেস নিয়েও কাজ করেছেন। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনের শুটিংও করেছেন মুশফিক। সেই বিজ্ঞাপন ঈদের আগেই টেলিভিশনে প্রচার হবে বলে জানা যায়।