Skip to main content

আজকের ট্রেন্ডিং

শচীন – সৌরভের পাশে রোহিত – ধাওয়ান জুটি

Rohit - Dhawan duo touched Sachin - Sourav

Rohit - Dhawan duo touched Sachin - Sourav

ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ওপেনিং জুটিতে পরিচিত মুখ রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান। এবার ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছে এই জুটি। লন্ডনের ওভালে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারানোর দিনে পাঁচ হাজার রান করে ফেলেছেন রোহিত – ধাওয়ান জুটি। তাদের আগে এই কীর্তি গড়েছিলেন শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি জুটি।

রোহিত – ধাওয়ান  জুটি সময়ের সাথে সাথে অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। একপাশে দলে জায়গা ধরে রেখেছেন রোহিত। হয়েছেন অধিনায়কও। অপরদিকে নতুনদের ভিড়ে দলে জায়গা পাওয়াটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে ধাওয়ানের জন্য। তবে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাঁচ হাজার রান থেকে ৬ রান দূরে ছিল এই জুটি।

ওয়ানডে ইতিহাসে পাঁচ হাজার রান করার কীর্তি রয়েছে মাত্র তিনটি জুটির। জুটিতে সবচেয়ে বেশি ৬৬০৯ রান করার রেকর্ড শচীন এবং সৌরভের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেইডেনের সংগ্রহ ৫৩৭২ রান। ৫১৫০ রান নিয়ে তৃতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেনেস।

তালিকার নতুন সংযুক্তি রোহিত-ধাওয়ানের রান ৫১০৮। এই জুটি মোট ১৮ বার শতরান করেছে। এরচেয়ে বেশি ২১ বার শতরান রয়েছে শচীন-সৌরভ জুটির। এদিকে মাইলফলক ছুঁয়ে এক টুইট বার্তায় ধাওয়ান লিখেছেন, ‘নয় বছর হয়ে গেছে, এখনও মজবুত জুটি আমাদের। ভারতীয় দলকে অভিনন্দন এই দারুণ জয়ের জন্য।’

আরো আজকের ট্রেন্ডিং

ক্রিকেট হাইলাইটস, ৭ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি২০)

বাংলাদেশ বনাম পাকিস্তান (১ম টি২০) – হাইলাইটস বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগে আজ ৭ অক্টোবর নিউজিল্যান্ডে শুরু হয়েছিল বাংলা ওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সে বাংলা ওয়াশ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের...

ক্রিকেট হাইলাইটস, ০৬ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম ওডিআই)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম ওডিআই) – হাইলাইটস বৃষ্টির কারণে ম্যাচটা নেমে এসেছিল ৪০ ওভারে। সে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২৪৯ রানের বিশাল পুঁজি পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।...

ডিজাইন কপি করে তৈরি বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

আর কয়েক দিন পরেই ক্রিকেট ভক্তরা বুদ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইতিমধ্যেই বিশ্বকাপের এই আসরে অংশগ্রহনকারী দেশগুলোর অনেকেই জার্সি উন্মোচন করে ফেলেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, জার্সি উন্মোচন করে বেশ সাড়া...

রোহিত শর্মার অন্য রেকর্ড 

টি-টোয়েন্টি মানেই রেকর্ড ভাঙা-রেকর্ড গড়ার খেলা। আজ কেউ নতুন রেকর্ড গড়ছে তো কাল সেটা অন্য কেউ ভাঙছে। এবার মুশফিকের রেকর্ড ভেঙে ফেললেন ক্রিকেট বিশ্বের এ সময়ের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা।...