Skip to main content

আজকের ট্রেন্ডিং

বিপিএল খেলে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেটের হ্যারি পটার

বিপিএল খেলে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেটের হ্যারি পটার

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছিলেন পাকিস্তানের ‘ হ্যারি পটার ‘ খ্যাত আবরার আহমেদ। ২৪ বছর বয়সী এই তরুন লেগস্পিনার নিজের অভিষেক টেস্টেই ১১ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন। আর পাকিস্তানের এই তরুণ ক্রিকেটার এবার মাতাতে এসেছেন বিপিএল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে তাকে। প্রথমবারের মতো বাংলাদেশে এসে রোমাঞ্চিত পাকিস্তানের এই ক্রিকেটার। প্রতাশা করছেন তার দল কুমিল্লার হয়ে শিরোপা জেতারও।

পাকিস্তানের তরুণ এই ক্রিকেটার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে এসে আনন্দই লাগছে। বাংলাদেশের  প্রিমিয়ার লিগ খেলতে এসে রোমাঞ্চিত বলেও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে আছেন বলেও জানান পাকিস্তানের এই ক্রিকেটার ।

আবরার বলেন, ” একটা সময় পাকিস্তানে বসে বিপিএল দেখতাম সেই টুর্নামেন্ট খেলতে এসেছি, তাই খুব ভালো লাগছে। এটি দারুন একটি প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট,  বিশ্বের সব খেলোয়াড়রা এখানে আসছে। লিজেন্ড ক্রিকেটাররাও এই লীগ খেলতে আসায় প্রতিযোগিতা বাড়ছে। আমার নিজের এসেও ভালো লাগছে। বাংলাদেশের  মানুষের ভালোবাসা পাচ্ছি।নামি দামি অনেক তারকা খেলোয়াড় এখানে খেলতে আসায় তাদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করে অনেক কিছু শিখতে পারব। ভালো পারফরম্যান্স করতে চাই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে শিরোপা  জিতত চাই। “

আবরারের মতো উচ্ছ্বসিত তার পরিবারও। পাকিস্তান থেকে বাংলাদেশে এসে বিপিএলে খেলায় আবরারের পরিবারের সবাইও খুশি।  আবরার আরো বলেন, ” বিপিএল শুধু পাকিস্তানেই নয়, সারাবিশ্বেই দেখা যায়, আমার পরিবারও দেখে। আমি বাংলাদেশে বিপিএল খেলতে আসায় আমার পরিবারের সদস্যরা ও ভীষণ খুশি। তারা নিয়মিত খোজ রাখছে৷ এখানকার  সব কিছুই ভালো লাগছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটার হয় মাঠে অবদান রাখতে চাই।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে খেলবেন হাসান আলী, চ্যান্ডারিক ওয়ালটন। কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন আবরারের স্বদেশী ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি। ইতোমধ্যে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এই প্রসঙ্গে আবরার বলেন, ” দারুন লাগছে শাহীন শাহ আফ্রিদি ও রিজি ভাই এখানে আসছে। তাদের সঙ্গে কথা হয়নি। তবে দলে তাদের নাম দেখেছি যে, তারা আসছে। সবাই মিলে খেললে খুব মজা হবে। জমজমাট একটি টুর্নামেন্ট হবে আশা করি।”

উল্লেখ্য, পাকিস্তানের করাচির জোন – ৩ এর হয়ে খেলেছেন আববার। সেখানে ৫৩ উইকেট নিয়ে নজরে আসেন তিনি। এরপর পিএসএলেও খেলেছেন। পিএসএলে করাচি কিংসের হয়ে তিনি প্রথম মাঠে নেমেছিলেন। তবে ইনজুরির কারণে দুই ম্যাচের বেশি খেলতে পারেননি। এরপর আবার মাঠে ফেরেন ২০২০ সালে। দেশ ছাড়িয়ে এবার দেশের বাইরেও আলো ছড়ানোর অপেক্ষায় আবরার।

আরো আজকের ট্রেন্ডিং

আইএলটি২০ ২০২৩ ক্রিকেট ফ্রি টিপস | আবুধাবি নাইট রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস: ২২তম ম্যাচ

আবুধাবি নাইট রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস এর ম্যাচ বিবরণ ম্যাচ: আবুধাবি নাইট রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস, ম্যাচ ২২ | আইএলটি২০ ২০২৩ তারিখ: সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ সময়: ১৯:০০ (GMT +৫)...

বিপিএল ২০২৩ ক্রিকেট ফ্রি টিপস | ঢাকা ডমিনেটর্স বনাম রংপুর রাইডার্স: ২৯তম ম্যাচ

ঢাকা ডমিনেটর্স বনাম রংপুর রাইডার্স এর ম্যাচ বিবরণ ম্যাচ: ঢাকা ডমিনেটর্স বনাম রংপুর রাইডার্স, ম্যাচ ২৯ | বিপিএল ২০২৩ তারিখ: সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ সময়: ১২:৩০ (GMT +৫) / ১৩:০০...

বিপিএল ২০২৩ ক্রিকেট ফ্রি টিপস | খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স: ৩০ তম ম্যাচ

খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স এর ম্যাচ বিবরণ ম্যাচ: খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, ম্যাচ ৩০ | বিপিএল ২০২৩  তারিখ: সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ সময়: ১৭:৩০ (GMT +৫) / ১৮:০০...

নারীদের আইপিএলেও বেঙ্গালুরু, কি বললেন কোহলি? 

এতদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জৌলুস ছিলো শুধুমাত্র  পুরুষ ক্রিকেটারদের নিয়ে। এবার সেখানে যুক্ত হয়েছে নতুন মাত্রা। নারীদের অংশগ্রহণে নতুন রূপে দর্শকদের সামনে আসছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগ। পাঁচ দলের...