
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই সেরা পারফর্মারদের একজন সাকিব আল হাসান। এবারের আসরেও তার ব্যতিক্রম নয়। ফরচুন বরিশালের হয়ে টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটে – বলে আলো ছড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলটিকে নেতৃত্ব দিয়ে শেষ চারেও তুলেছেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিয়েছে বরিশাল। এরপরই সাকিবককে নিয়ে নাটকের শুরু করে তার দল৷
রংপুর রাইডার্সের বিপক্ষে ভালো শুরু পেয়েও, শেষদিকে রান তুলতে ব্যর্থ হয়েছে বরিশাল। যেখানে আবার উইকেটও পড়েনি খুব বেশি। কিন্তু রান কম হওয়ার চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সাকিবের ব্যাটিংয়ে না নামা। সাধারণত তিন নম্বরে ব্যাটিং করতে দেখা যায় তাকে। কিন্তু এদিন ৩ উইকেট হারানোর পরেও সাকিব ক্রিজে না আসায়, হারের জন্য তাকে দায়ী করছেন অধিকাংশ দর্শক।
এরপরই সাকিবকে নিয়ে বরিশালের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে তারা লিখেছে, ” আপনি এখন ব্যাট হাতে ভালো ছন্দে আছেন। এছাড়া বিপিএলে আপনি যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়। সেই জায়গায় ৩ উইকেটের পরেও আপনি ভানুকা রাজাপাকসেকে ক্রিজে পাঠালেন। বোলাররা ভালো করেছে। কিন্তু শেষ রক্ষায় হয়নি। এই হারের দায় আপনি এড়াতে পারবেন? “
যদিও সেই ফেইসবুক পোস্টটি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বরিশাল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অপর এক পোস্টে তারা জানিয়েছে, ভুলবশত সাকিবকে নিয়ে একটি অপ্রত্যাশিত পোস্ট হয়ে গেছে। এটি পেইজের এডমিনের গাফিলতির কারণেই এমনটা হয়েছে বলে জানায় তারা। আর সেই এমডিনকে বহিষ্কার করে, কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই পোস্ট।
পরবর্তীতে আরো একটি পোস্ট করেছে বরিশাল। তবে সেই পোস্টে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছে দলটি। নিজেদের অধিনায়ককে সেরা আখ্যা দিয়ে, আগামীতে আরো শক্তিশালী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বরিশাল। বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে আরো ভালো ক্রিকেট উপহার চায় বরিশাল। দর্শকদেরও পাশে থাকার অনুরোধ করেছে দলটি। সেইসাথে আগামী আসরে শক্তিশালী হয়ে ফিরতে চায় তারা। সাকিব অবশ্য এই ঘটনায় মুখে কুলুপ এটেছেন।