Skip to main content

আজকের ট্রেন্ডিং

বিনামূল্যে দেখা যাবে আইপিএল!  

বিনামূল্যে দেখা যাবে আইপিএল

বিশ্বের টি টোয়েন্টি  ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে আইপিএল অন্যতম। গোটা বিশ্বে এর জনপ্রিয়তার কমতি নেই। ভারত সহ সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমিরা মুখিয়ে থাকে টিটোয়েন্টি ফরম্যাটের এই লিগটি উপভোগ করার জন্য। এবার ক্রিকেটপ্রেমিদের সুখবর দিল আইপিএল। আইপিএল দেখার জন্য এখন আর টাকা খরচ করতে হবে না। বিনামূল্যে দেখা যাবে এবারের আসরটি  

২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেয়েছে ভায়াকম ১৮। সে হিসেবে এবার অনলাইনে আইপিএল দেখানো হবে জিও সিনেমাতে। আর আইপিএলের আসন্ন আসরে উন্নতি করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। আইপিএলে এবার ফিফা বিশ্বকাপের প্রযুক্তির স্বাদ দিতে চাইছে সংস্থাটির কর্তারা। সংস্থাটির পক্ষ থেকে ফিফা বিশ্বকাপের মতোফোর কেতে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর ফিফা বিশ্বকাপের মতো অভিজ্ঞতা দিতে স্পোর্টস ১৮ তে এবার আইপিএল দেখা যাবে বিনামূল্যে। 

এদিকে স্টার এতদিন আইপিএল দেখাতো টাকার বিনিময়ে। যদিও টেলিভিশন স্বত্ত্বটা স্টারের হাতেই আছে। কিন্তু এতেও যে স্টার বড়সড় ধাক্কা খাচ্ছে তা বোঝাই যাচ্ছে। আইপিএল দর্শকদের সুখবর দিয়ে এই বার্তাটি দেওয়া হয়েছে স্পোর্টস ১৮ এর পক্ষ থেকে। এর আগে আইপিএল দেখা যেত সর্বোচ্চ ১০৮০ পিক্সেলে। কিন্তু স্পোর্টস ১৮ এর পক্ষ থেকে বিসিসিআইকে জানানো হয়েছে, ‘ ফোর কেতে তারা আইপিএল দেখাতে চায়। যা ১০৮০ পিক্সেলের তুলনায় চারগুন ভালো মানের। আর বিসিসিআইও স্পোর্টস ১৮ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। 

সর্বশেষ ফিফা বিশ্বকাপ তারাফোর কেতে দেখিয়েছিল। আর এটা ছিল প্রযুক্তির একটা বড় ব্যবহার। আইপিএলের ওই সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ” প্রযুক্তি নিয়মিতই আমাদেরকে নতুন কিছু শেখায়। আর এবারের ফিফা আমাদের কাছে একটা বড় শিক্ষা ছিল। গত দুই মাসে আমরা অনেক কাজ করেছি। প্রযুক্তিগত উন্নয়নের চেষ্টা করেছি। এর সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আর আমরা এবার আইপিএলে উচ্চমানের সম্প্রচার করতে চলেছি। যেখানে প্রযুক্তির  সর্বোচ্চ স্বাদ অনুভব করবে ক্রিকেটপ্রেমীরা। ” 

ক্রিকেটপ্রেমিদের আরও সুখবর দিয়েছে সংস্থাটি। সংবাদ সূত্রে জানা যায়, জিও সিনেমাতে ১৬ –  ১৭ টি ভাষায় সম্প্রচার করা হবে এবারের আইপিএল। যেখানে বাংলা, তামিল, তেলেগুর মতো বেশ কয়েকটি ভাষায় উপভোগ করা যাবে এবারের আসরটি। যে সুযোগ এর আগে ছিল না। ভায়াকম ১৮ এর পক্ষ থেকে জানানো হয়, ” আমরা আইপিএলকে আরও জনপ্রিয় করে তুলতে চাইছি। এটিকে লোকাল করতে চাইছি যাতে সকলের কাছে এটি পৌঁছে যায়। এটি যাতে সবার মায়ের ভাষায় হয় এবং সবাই উপভোগ করতে পারে, আমারা সেটা নিশ্চিত করতে চাই।

উল্লেখ্য, এই মৌসুমের আইপিএলের পর্দা উঠবে  আগামী ২৫ মার্চ। আসরটিতে খেলবে মোট ১০ টি দল। ম্যাচ হবে ৭৪ টি।  ২৮ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আইপিএলের ষোড়শ আসরের।

আরো আজকের ট্রেন্ডিং

ইসিবির তরফে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন না জনি বেয়ারস্টো

Jonny Bairstow. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)কয়েকদিন ধরেই জনি বেয়ারস্টোর আইপিএল খেলা নিয়ে একটা ধোঁয়াশা চলছে। যদিও কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে অ্যাশেজের কথা মাথায় রেখে ইংল্যান্ডের এই...

আইপিএলের আগে সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়াচ্ছেন দীনেশ কার্তিক

Suryakumar Yadav. (Image Source: BCCI)সম্প্রতি ফর্মে নেই সূর্যকুমার যাদব। বিশেষ করে সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজে একেবারেই নিজের পারফর্ম্যান্স প্রদর্শন করতে পারেননি সূর্যকুমার যাদব। আর সেই পারফরম্যান্সের...

ভবিষ্যতে গুজরাত টাইটান্সের অধিনায়ক হতে পারেন শুভমন গিল, মত বিক্রম সোলাঙ্কির

Shubman Gill and Hardik Pandya. (Source: IPL/BCCI)এখনই অবশ্য এই ধরণের কোনও ভাবনা নেই। কিন্তু ভবিষ্যতে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাত টাইটান্সের অধিনায়ক যে শুভমন গিল হতে পারেন, সেই ইঙ্গিত কিন্তু এখন...

ডাব্লিউপিএল ২০২৩, এলিমিনেটর: মুম্বাই বনাম ওয়্যারিয়র্জ, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

Harmanpreet Kaur and Alyssa Healy. (Image Source: WPL)মুম্বাই ইন্ডিয়ান্স মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-এর উদ্বোধনী সংস্করণে তাদের অভিযান শুরু করেছিল দুরন্ত গতিতে এবং প্রথম পাঁচ ম্যাচে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল।...