
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলে নেই মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান ছুটিতে, কয়েকদিন আগেই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। বলতে গেলে, উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের নেতৃত্বে একেবারে তারুণ্যনির্ভর একটি দল গেছে জিম্বাবুয়ে সফরে।
দলের সব সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি, ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ বিস্ময় জাগানিয়া। তবে অবসরে চলে যাওয়া তামিমকে নিয়ে খুব একটা আলোচনা নেই। সাকিবের ছুটিও মানানসই। আলোচনার পুরোটা জুড়েই আছে মুশফিক–রিয়াদের দলে না থাকা। বাদ পড়া নাকি বিশ্রাম? এই প্রশ্নেই আটকে আছে সবাই!
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে বলা হয়, মুশফিক, রিয়াদ এবং সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তারপরও রয়ে যায় ধোঁয়াশা। ‘এ‘ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনেও ওঠে সেই প্রশ্ন। এসময় বিসিবি‘র নির্বাচক আব্দুর রাজ্জাক জানান বিশ্রামের কথা।
রাজ্জাক বলেন, ‘আমাদের টি–টোয়েন্টি পারফরম্যান্স খুব ভালো হচ্ছে না। তবে জিম্বাবুয়ে সিরিজ আমাদের জন্য তুলনামূলক সহজ। একজন নতুন ক্রিকেটারকে তো আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে নামিয়ে দিতে পারবো না। এজন্য এখানে সুযোগ দেওয়া হয়েছে। তাই সাকিব, রিয়াদ, মুশফিককে বিশ্রাম দিয়ে তরুণদের যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে।‘