
ভারতের ক্রিকেটের জোয়ার মোটেই কম নয় বরং ক্রিকেটের বাজার অন্যদের তুলনায় ভারতে কয়েক গুন বেশি। বেশকিছু দিন আগে অনুষ্ঠিত হয়েছে দেশটির সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ এর (বিপিএল) নিলাম। সেই নিলাম শেষ না হতেই তারিখ পড়েছে আরো একটি নিলামের। তবে এবার পুরুষদের নয়, নারীদের আইপিএল নিলামের দিনক্ষণ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর থেকেই ক্রিকেট বিশ্বে এটি টক অব দ্যা নিউজ।
এতদিন ছোট পরিসরে হলেও, এবার পরিপূর্ণভাবে নারীদের আইপিএল আয়োজন করতে মনোযোগী হয়েছে বিসিসিআই। জানা গেছে, এই টুর্নামেন্টের নাম হবে ” উইমেন্স টি-টোয়েন্টি লিগ “। এই আসরের নিলাম অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। তার আগে, ২৬ জানুয়ারির মধ্যে খেলোয়াড়দের নাম জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে একটি তথ্যমূলক বইও প্রকাশ করেছে বিসিসিআই। বলা হচ্ছে পুরুষদের মত নারীদের নিয়েও একটি সফল আইপিএল এর আয়োজন করতে চায় ভারতীয় বোর্ড।
ইতোমধ্যে নারী আইপিএলের নিলামের জন্য খেলোয়াড়দের মূল্যও নির্ধারণ করেছে বিসিসিআই। অবশ্য পুরুষদের মতো থাকছে না কোনো ভিত্তিমূল্য। যেসব নারী ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেন, তাদের জন্য রিজার্ভ মূল্য হিসেবে নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ, ৪০ লাখ এবং ৫০ লাখ রুপি। জাতীয় দলে না খেলা ক্রিকেটারদের জন্য সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ এবং ২০ লাখ রুপি।
২০২৩ সালে নারীদের আইপিএল আয়োজনের ঘোষণাটি আগেই দিয়ে যান, বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। গেল বছরের আগস্টে জানা যায়, ২০২৩ সালের মার্চে এই লিগ আয়োজনের কথা। সেই সময়কে প্রাধান্য দিয়ে ঘরোয়া লিগের সূচিও নির্ধারণ করে ভারত। ইতোমধ্যে নারীদের আইপিএলের জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছে বেশকিছু নামকরা ফ্রাঞ্চাইজি।
নারীদের আইপিএলে দল নিতে আগ্রহী মুম্বাই, কলকাতা, পাঞ্জাব, রাজস্থান কিংবা চেন্নাইয়ের মতো ফ্রাঞ্চাইজিগুলো। এজন্য দল গঠন করতে কেমন খেলোয়াড় কিনবেন, তা নিয়েও বিচার বিশ্লেষণ শুরু করেছে তারা। সেক্ষেত্রে সবকিছু ঠিক থাকলে পরিকল্পনা অনুযায়ী এই টুর্নামেন্ট মাঠে গড়ালে, আরো একটি সাফল্য পাবে বিসিসিআই। সেই সাথে আরো এক পা এগিয়ে যাবেন ভারতীয় নারীরা।