Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২০ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ২০) – ট্রেন্ট রকেটস বনাম লন্ডন স্পিরিট

The Hundred 2022 Match 20 HIghlights Trent Rockets vs London Spirit ft

The Hundred 2022 Match 20 HIghlights ট্রেন্ট রকেটস বনাম লন্ডন স্পিরিট

ট্রেন্ট রকেটস বনাম লন্ডন স্পিরিট (ম্যাচ ২০) – হাইলাইটস 

গতকাল, দ্য হান্ড্রেড ২০২২ এর ২০ তম ম্যাচে ট্রেন্ট রকেটস ও লন্ডন স্পিরিট মুখোমুখি হয়েছিল। যেখানে লন্ডন স্পিরিট প্রথমে ব্যাটিং করতে নেমে কোনোভাবে একটি লক্ষ্য দাড় করায় ট্রেন্ট রকেটসের জন্য। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত বল শেষ হয়ে যাওয়ার আগেই খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ট্রেন্ট রকেটস। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় লন্ডন স্পিরিটদের। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ১ম স্থানে অবস্থান করছে ট্রেন্ট রকেটস এবং ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে লন্ডন স্পিরিট। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন কলিন মুনরো। 

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন ট্রেন্ট রকেটস এবং লন্ডন স্পিরিটকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে তাদের হয়ে মাত্র ৩ জন প্লেয়ার ২০ এর উপর রান করতে পেরেছিল বাকিরা শুধু খেলতে নেমেছিল রান আর করতে পারে নেই। নিয়মিত বিরতিতে যদি উইকেট পরতে থাকে তাহলে সেই খেলায় আর পুঁজি বাড়ানো সম্ভব নয়।

 লন্ডন স্পিরিট এর হয়ে সবথেকে বেশি রান করেছে বেন ম্যাকডারমট। ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলেছিল সে। সেই সাথে মেরেছিলেন ১টি চার ও ২টি ছয়। ১৬ বলে ২৭ রানের সুন্দর একটি ইনিংস খেলেছিলেন অধিনায়ক ইয়ন মরগান। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। ৬৪ তম বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ১৫ বলে ২৪ রান করেছিলেন ড্যানিয়েল বেল-ড্রামন্ড। ১টি চার ও ২টি ছয়ও মেরেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর কেউই আর ১০ এর উপর রান করতে পারে নেই। অ্যাডাম রসিংটন(৪ বলে ২), ড্যানিয়েল লরেন্স(৭ বলে ৭), কাইরন পোলার্ড(৭ বলে ৯), জর্ডান থম্পসন(৩ বলে ১), লিয়াম ডসন(৭ বলে ৭), নাথান এলিস(৭ বলে ৫), ক্রিস উড(১), এবং ম্যাসন ক্রেন(০)। শেষে ৯ রান এক্সট্রা সহ ১২২ রানের টার্গেট দাড় করিয়েছিল তারা। 

ট্রেন্ট রকেটসের পক্ষে ২০ বলে ২৫ রান খরচায় ৩টি উইকেট নিয়েছিল রশিদ খান। এছাড়া ২টি করে উইকেট শিকার করেছিলেন লুক উড, সামিত প্যাটেল, স্যাম কুক।

লক্ষ্য ছিল ১২২ রানের কিন্তু দুর্দান্ত ব্যাটিং সাহায্যে ট্রেন্ট রকেটস করেছিল ১২৭ রান। জবাব দিতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ট্রেন্ট রকেটস। খুব তারাতারি জয় পেলেও শুরুটা খুব ভাল ছিল না তাদের। ১ম বলেই রান আউট হয়ে যায় দাউদ মালান। 

এর কিছুক্ষন পরেই ১৭ তম বলে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস। ক্যাচ আউট হওয়ার আগে ১ চারের সাহায্যে ৭ বলে ৬ রান করেছিলেন তিনি। এরপর কলিন মুনরো ও টম কোহলার-ক্যাডমোর মিলে দুর্দান্ত এক ইনিংস খেলেন এবং তাদের দুইজনের রানেই প্রায় জয়ের বন্দরে পৌঁছে যায় ট্রেন্ট রকেটস।  

৬৮ তম বলে আউট হওয়ার আগে দারুন এক ইনিংস খেলেন টম কোহলার-ক্যাডমোর। ৩ চারের সাহায্যে ২৮ বলে ৪১ রান করেছিলেন তিনি। এরপর তার পরিবর্তে আসেন টম মুরস, ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপর আসে অধিনায়ক লুইস গ্রেগরি যিনি ১ বলে ৬ মেরে কলিন মুনরোর সাথে জয় নিয়ে মাঠ ছাড়েন। 

প্লেয়ার অফ দ্য ম্যাচ কলিন মুনরো ৩৭ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে থাকেন অপরাজিত। তার ৬৭ রানের ইনিংসে ৪৮ রানই এসেছিল বাউন্ডারি থেকে। তিনি মেরেছিলেন ৬টি চার ও ৪টি ছয়।

লন্ডন স্পিরিটের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ড্যানিয়েল লরেন্স, ক্রিস উড, নাথান এলিস।


ট্রেন্ট রকেটস বনাম লন্ডন স্পিরিট এর স্কোরবোর্ড

ট্রেন্ট রকেটস – ১২৭/৪ (৭৯)

লন্ডন স্পিরিট – ১২২/১০ (৯৩)  

ফলাফল – ট্রেন্ট রকেটস ৬ উইকেটে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কলিন মুনরো


The Hundred 2022 Match 20 HIghlights ট্রেন্ট রকেটস বনাম লন্ডন স্পিরিট 2


ট্রেন্ট রকেটস বনাম লন্ডন স্পিরিট ম্যাচের একাদশ

     

       ট্রেন্ট  

     রকেটস

লুইস গ্রেগরি (অধিনায়ক), টম মুরস (উইকেটরক্ষক), দাউদ মালান, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, টম কোহলার-ক্যাডমোর, ড্যানিয়েল সামস, রশিদ খান, লুক উড, সামিত প্যাটেল, স্যাম কুক
লন্ডন স্পিরিট ইয়ন মরগান (অধিনায়ক), অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), বেন ম্যাকডারমট, ড্যানিয়েল বেল-ড্রামন্ড, কাইরন পোলার্ড, ড্যানিয়েল লরেন্স, লিয়াম ডসন, জর্ডান থম্পসন, ম্যাসন ক্রেন, নাথান এলিস, ক্রিস উড

আরো ব্লগ

শহীদ আফ্রিদিকে কেন বুম বুম আফ্রিদি বলা হয়?

পাকিস্তানের ক্রিকেটে অন্যতম জনপ্রিয় নাম শহীদ আফ্রিদি। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে যথেষ্ট খ্যাতি আছে  তার। মাঠের ২২ গজে ব্যাট হাতে মারকাটারি ব্যাটিংয়ে তিনি যেমন ঝড় তুলতেন তেমনি সুদর্শন এই...

ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বিসিবির

বিপিএলের প্রথমদিকে ডিআরএস না থাকায় তা নিয়ে কম সমালোচনা হয়নি। তবে ডিআরএস কোম্পানির সঙ্গে এবার দীর্ঘদিনের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। আগামী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সব...

আইসিসির বর্ষসেরা ক্যাপ পেয়ে উচ্ছ্বসিত মিরাজ

গেল কয়েক বছর ধরে বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ মেহেদি হাসান মিরাজ। এরমধ্যে ২০২২ সালটা কাটিয়েছেন স্বপ্নের মতো। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে নিজের সেরা ক্রিকেটটাই খেলেছেন এই তরুণ অলরাউন্ডার। তাই তো,...

জয়ে ফিরতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে কোয়েটা গ্লাডিয়েটর্স

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে, খুব একটা ভালো ছন্দে নেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। হার দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করে দলটি।  পরের ম্যাচগুলোতে যেখানে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিলো দলটির, সেখানে পরের...